সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘মোদি ম্যাজিকে’র কামাল আমেরিকায়। নিউ ইয়র্কে বিশেষ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য জমা পড়েছে হাজার হাজার আবেদন। রেজিস্ট্রেশন করেছেন ভারতীয় বংশোদ্ভুত ও আমেরিকান-সহ ২৪ হাজার মানুষ। মোদির অনুষ্ঠানের জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।
২০২৩ সালে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি দেখা করেছিলেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। ভাষণ রেখেছিলেন মার্কিন কংগ্রেসে। নমোর ‘ম্যাজিকে’ যে শুধু ভারতীয়রাই মুগ্ধ হয়েছিলেন তা নয়, মন কেড়েছিল সেদেশের মানুষদেরও। এবার ফের একবার মোদি জ্বরে কাঁপতে চলেছে আমেরিকা। জানা গিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন মোদি। তার আগে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের নাসাউ ভেটেরান্স মেমোরিয়াল কলিজিয়ামে নমোর সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির নাম ‘মোদি অ্যান্ড আস প্রোগ্রেস টুগেদার’।
গতকাল মঙ্গলবার এই মেগা ইভেন্ট সম্পর্কে ‘ইন্ডিয়ান-আমেরিকান কমিউনিটি অফ ইউএসএ’ জানিয়েছে, ভবনটির আসন সংখ্যা ১৫ হাজার। কিন্তু প্রধানমন্ত্রী মোদির অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন জমা পড়েছে ২৪ হাজার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, “আমরা আপ্লুত যে এত মানুষ এই ঐতিহাসিক অনুষ্ঠানে আসবেন। অন্তত ২৪টি প্রদেশ থেকে মানুষ এখানে আসবেন। সকলের বসার বন্দোবস্ত করা হচ্ছে।” জানা গিয়েছে, মোদির এই মেগা ইভেন্টে যোগ দেবেন বিভিন্ন ধর্মের মানুষ। যেমন- হিন্দু, মুসলিম, জৈন, শিখ, খ্রিস্টান,ইহুদি। থাকবেন হিন্দি, তেলেগু, পাঞ্জাবি, মালায়ালম, গুজরাটি, বাংলা ভাষাভাষীর মানুষও। এই অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদি ভাষণ দেন সেদিকেও নজর থাকবে সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.