Advertisement
Advertisement

Breaking News

রেস্তরাঁয় লক্ষাধিক টাকার বিল না মিটিয়ে চম্পট দিল শতাধিক গ্রাহক

জানেন কোথায় ঘটেছে এমন ঘটনা?

Over 100 Customers ran away from Spain restaurant without payment
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 4, 2017 9:20 am
  • Updated:March 4, 2017 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও সন্দেহ হয়নি৷ হওয়ার কথাও নয়৷ একশোরও বেশি গ্রাহক একসঙ্গে রেস্তরাঁয় এসেছে৷ প্রচুর খাবার অর্ডার দিয়েছে৷ তাই খোশমেজাজেই ছিলেন সকলে৷ মাত্র এক মিনিটেই আনন্দ বদলে গেল হতাশা-রাগ-বিস্ময়ে৷ রেস্তরাঁয় হইহুল্লোড় খানা-পিনা করে টাকা না দিয়েই চম্পট দিল শতাধিক গ্রাহক৷ ঘটনাটি ঘটেছে উত্তর স্পেনের হোটেল কারমেনে৷

OMG! জেল থেকে বেরতে এমন ভয়ানক কাজ করল কয়েদিরা

Advertisement

এখনও যেন রেস্তরাঁ মালিক অ্যান্টোনিও রডরিগেজ বিশ্বাস করতে পারছেন না৷ কী হল এবং কেন হল তাঁর সঙ্গে? মোট বিল হয়েছিল ২০০০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৪১,৭৮২ টাকা৷ একশোরও বেশি গ্রাহক যা না মিটিয়ে চোখের সামনেই নিমেষে চম্পট দিল৷ তাও আবার এক এক করে নয় সকলে একসঙ্গে৷ হাতে গোনা কয়েকজন হোটেল কর্মীর পক্ষে তাঁদের রোখা কোনওভাবেই সম্ভব ছিল না৷

ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে জোট বাঁধছে নোকিয়া-এয়ারটেল

পুরো ঘটনাটি গুয়ার্দিয়া পুলিশের কাছে সবিস্তারে জানিয়েছেন অ্যান্টোনিও৷ তাঁর বিবরণ শুনে হতবাক পুলিশও৷ অনেকেই বলছেন চম্পট দেওয়া গ্রাহকরা পূর্ব ইউরোপের বাসিন্দা৷ কিন্তু স্পেন পুলিশ সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে৷ আপাতত একশোরও বেশি বিল না মেটানো গ্রাহকের খোঁজে তল্লাশি চলছে৷ যদি একজনকেও পাওয়া যায়!

এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement