সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও সন্দেহ হয়নি৷ হওয়ার কথাও নয়৷ একশোরও বেশি গ্রাহক একসঙ্গে রেস্তরাঁয় এসেছে৷ প্রচুর খাবার অর্ডার দিয়েছে৷ তাই খোশমেজাজেই ছিলেন সকলে৷ মাত্র এক মিনিটেই আনন্দ বদলে গেল হতাশা-রাগ-বিস্ময়ে৷ রেস্তরাঁয় হইহুল্লোড় খানা-পিনা করে টাকা না দিয়েই চম্পট দিল শতাধিক গ্রাহক৷ ঘটনাটি ঘটেছে উত্তর স্পেনের হোটেল কারমেনে৷
OMG! জেল থেকে বেরতে এমন ভয়ানক কাজ করল কয়েদিরা
এখনও যেন রেস্তরাঁ মালিক অ্যান্টোনিও রডরিগেজ বিশ্বাস করতে পারছেন না৷ কী হল এবং কেন হল তাঁর সঙ্গে? মোট বিল হয়েছিল ২০০০ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৪১,৭৮২ টাকা৷ একশোরও বেশি গ্রাহক যা না মিটিয়ে চোখের সামনেই নিমেষে চম্পট দিল৷ তাও আবার এক এক করে নয় সকলে একসঙ্গে৷ হাতে গোনা কয়েকজন হোটেল কর্মীর পক্ষে তাঁদের রোখা কোনওভাবেই সম্ভব ছিল না৷
ইন্টারনেট পরিষেবায় বিপ্লব আনতে জোট বাঁধছে নোকিয়া-এয়ারটেল
পুরো ঘটনাটি গুয়ার্দিয়া পুলিশের কাছে সবিস্তারে জানিয়েছেন অ্যান্টোনিও৷ তাঁর বিবরণ শুনে হতবাক পুলিশও৷ অনেকেই বলছেন চম্পট দেওয়া গ্রাহকরা পূর্ব ইউরোপের বাসিন্দা৷ কিন্তু স্পেন পুলিশ সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে৷ আপাতত একশোরও বেশি বিল না মেটানো গ্রাহকের খোঁজে তল্লাশি চলছে৷ যদি একজনকেও পাওয়া যায়!
এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.