Advertisement
Advertisement

Breaking News

তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের

এমনকী এবারের অস্কারের জৌলুস যে প্রত্যাশা ছুঁতে পারেনি, তাও সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷

Oscar gaffe a result of misplaced vigilante  against me, says Trump
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 7:31 am
  • Updated:February 28, 2017 7:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরা ছবির নাম ঘোষণা হয়ে গিয়েছে৷ উচ্ছ্বাস কলাকুশলীদের মধ্যে৷ ঠিক তখনই নজরে পড়ে বিভ্রান্তি৷ সম্ভবত অস্কারের ইতিহাসে সবথেকে বড় গণ্ডগোল৷ জানা গেল উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চেপে গিয়েছে৷ আর তাই যা ঘোষণা হয়েছে তা ভুল৷ ‘লা লা ল্যান্ড’ নয়, সেরা ছবি হবে ‘মুনলাইট’৷ এ বিভ্রান্তির কারণ খুঁজতে শশব্যস্ত আয়োজকরা৷ কিন্তু ব্যাপারটা জলের মতোই স্পষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে৷ জানালেন, তাঁকে নিয়ে বিদ্রূপ করতে গিয়েই ভুল হয়েছে অস্কারের মঞ্চে৷

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ অস্কারের মঞ্চেও

Moonlight_web

Advertisement

অস্কারের আসরে এতবড় ভুল এর আগে হয়েছে কিনা তা নিয়ে ধন্দ আছে৷ তবে তার সঙ্গে ট্রাম্প যেভাবে নিজেকে জড়িয়ে নিলেন তা নজিরবিহীন৷ সিনেমার সঙ্গে সম্পর্কিত না হলেও অস্কারের মঞ্চে চলে এসেছিলেন ট্রাম্প৷ সৌজন্যে ইরানের পরিচালক আসগার ফারহাদি৷ তখতে বসেই ইরান-সহ সাত দেশের মুসলিম অধিবাসীদের আমেরিকায় পা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প৷ তার প্রতিবাদে অস্কার বয়কট করেন ইরানি পরিচালক৷ বদলে মঞ্চে পড়া হয় তাঁর বিবৃতি৷ এখানেই শেষ নয় অনুষ্ঠানের ফাঁকে নানা সময়ে এসেছে ট্রাম্পের প্রসঙ্গ৷ মজার মোড়কে ছায়া ফেলেছে রাজনীতিও৷ আর এসবের দিকেই আঙুল তুললেন প্রেসিডেন্ট৷ জানালেন, রাজনীতি নিয়ে মজা করতে এত ব্যস্ত ছিল যে নিজেদের কাজের দিকেই মন দিতে পারেননি আয়োজকরা৷ তাঁকে নিয়ে ঠাট্টা করায় বেশি জোর দিতে গিয়েই এই বিপত্তি বলেও অভিমত তাঁর৷ এমনকী এবারের অস্কারের জৌলুস যে প্রত্যাশা ছুঁতে পারেনি, তাও সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement