Advertisement
Advertisement
Hamza

কবর থেকে উঠে এল লাদেনপুত্র! আফগানিস্তানে আল কায়দার ‘আমির’ সেই হামজা

আমেরিকার এই বিরাট সাফল্য খারিজ হয়ে গেল মাত্র ৫ বছরেই।

Osama Bin Laden's son Hamza Alive, leading Al Qaeda in Afghanistan
Published by: Amit Kumar Das
  • Posted:September 13, 2024 6:52 pm
  • Updated:September 13, 2024 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ আমেরিকা দাবি করেছিল, সন্ত্রাস বিরোধী অভিযানে খতম হয়েছে ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন। আমেরিকার এই বিরাট সাফল্য খারিজ হয়ে গেল মাত্র ৫ বছরেই। কার্যত ‘কবর’ থেকে ফিরে এল লাদেন পুত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য মিরর’ সূত্রে খবর, হামজা শুধু বেঁচে আছে তাই নয়, আফগানিস্তানের মাটিতে বসে আল কায়দার সংগঠন বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে।

বিদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাবার তৈরি সন্তাসবাদী সংগঠন আল কায়দাকে নতুন করে বিশ্বে ছড়িয়ে দিতে কাজ শুরু করে দিয়েছে হামজা। তার এই কাজে সহায় হয়েছে লাদেনের আর এক পুত্র তথা হামজার ভাই আবদুল্লা বিন লাদেন। রিপোর্ট অনুযায়ী, নতুন করে সঙ্গী জুটিয়ে আফগানিস্তানেই ক্যাম্প শুরু করে দিয়েছে। ‘ক্রাউন প্রিন্স অব টেরর’ হিসেবে পরিচিত হামজার নিরাপত্তায় মোতায়েন রয়েছে প্রায় ৪৫০ জন স্নাইপার যোদ্ধা।

Advertisement

২০২১ সালে মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার পর আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। এর পর নতুন করে সেখানে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, অ্যান্টি তালিবান মিলিটারি সংগঠন হিসেবে অফগানিস্তানে কাজ শুরু করে দিয়েছে হামজা। আল কায়দাকে নতুন করে সংগঠিত করার পাশাপাশি আফগানিস্তানের পঞ্চশিরের দিকে এগোচ্ছে সে। তার নিরাপত্তায় নিযুক্ত রয়েছে, আরব ও পাকিস্তানের ৪৫০ নিরাপত্তারক্ষী।

টুইন টাওয়ারে হামলার বর্ষপূর্তির দিন ২০১৯ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প জানিয়েছিলেন, লাদেনের পুত্রকে খতম করেছে আমেরিকা। যদিও কবে মারা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘ওসামা বিন লাদেনের পুত্র এবং আল কায়েদার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হামজা বিন লাদেন আফগানিস্তান-পাকিস্তান অঞ্চলে আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে মারা গিয়েছে।’ উল্লেখ্য, টুইন টাওয়ারে হামলার পর ২০১১ সালে ওসামা বিন লাদেনকে খতম করে আমেরিকা। ওসামা বিন লাদেনের পরে বয়স্ক নেতাদের প্রভাব ফিকে হতে থাকায় তরুণ মুখ হামজাই হয়ে উঠেছিল আল কায়দার নতুন মুখ। ২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত নানা একাধিক অডিও বার্তায় শোনা গিয়েছিল, সিরিয়ায় জঙ্গিদের জোট গড়ার কথা বলছে হা‌মজা। তরুণদের ওসামার আদর্শে অনুপ্রাণিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য পশ্চিমী দেশগুলির রাজধানীতে হামলা চালানোর বার্তা দিত ওসামা-পুত্র। লাদেন-পুত্রের মাথার দাম এক সময় ১০ লক্ষ ডলার ঘোষণা করেছিল আমেরিকা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement