সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যাত্রায় বোধ হয় আর গদি বাঁচানো সম্ভব নয় ইমরানের (Imran Khan) পক্ষে। যতই বিদেশি অর্থে সরকার বদলের ষড়যন্ত্রের অভিযোগ তুলুন প্রাক্তন পাক ক্রিকেটার। কারণ সোমবার পাক সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা পেশ করে দিল বিরোধীরা। ইতিমধ্যে নয়া পাক প্রধানমন্ত্রীর নামও ভেসে উঠছে। সব মিলিয়ে ক্ষমতা হারানোর পথেই ইমরান।
রবিবার বিকেলে ইসলামাবাদের প্যারেড ময়দানে গণ সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই (PTI)। সেখানে লক্ষধিক মানুষের সামনে ইমরান অভিযোগ করেন, বাইরে থেকে পাকিস্তানের বিদেশ নীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। ইমরান বলেন, “বেশ কয়েক মাস ধরেই এটা চলছে। কে এই লোকগুলোকে একজোট করছে, তা আমরা জানি, কিন্তু সময় বদলে হয়েছে। এটা জুলফিকার আলি ভুট্টোর আমল নয়।” পাক কূনীতিকদের বক্তব্য, এমন অভিযোগে কাজ হবে না। এবার গদি ছাড়তেই হবে ইমরানকে।
কথা মতো এদিনই পাক সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনস্থা প্রস্তাব পেশ-এ নেতৃত্ব দেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। জল্পনা, এরপর আগামী সাতদিনের মধ্যে পদত্যাগ করতে পারেন ইমরান। আর নয়া পাক প্রধানমন্ত্রী হতে পারেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা তথা নওয়াজের ভাই শাহবাজই। এদিকে ইমরান ঘনিষ্ঠ পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের বিরুদ্ধেও অনাস্থা এনেছে বিরোধীরা। সব মিলিয়ে ঘরে-বাইরে কোণঠাসা ইমরান।
উল্লেখ্য, ৩৪২ আসনের পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সংখ্যা হল ১৭২। ইমরানের নিজের দল পিটিআই-এর সদস্য ১৫৫ জন। ইমরানের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। এদিকে আজ অনাস্থা প্রস্তাব পেশের পরেই ৩০ মার্চ পর্যন্ত স্থগিত হয়েছে পাক সংসদের অধিবেশন। জানা গিয়েছে ৩১ মার্চ হবে অনাস্থা নিয়ে আলোচনা।
প্রসঙ্গত, ইমরানের বিরুদ্ধে গদি হারানোর জল্পনার মধ্যেই সম্প্রতি খোঁজ মিলছে না তেহরিক-ই-ইনসাফের বেশ কিছু নেতা-মন্ত্রীর। কম পক্ষে ৫০ জন মন্ত্রীর দেখা মিলছিল না বলে জানা গিয়েছিল।এই ঘটনায় ইমরান খানের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.