Advertisement
Advertisement

চরম ইহুদি বিদ্বেষের কারণেই পিটসবার্গে হামলা, জানাল এফবিআই

সোশ্যাল মিডিয়া থেকে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য৷

Open fire in a Pittsburgh synagogue, killing 11
Published by: Tanujit Das
  • Posted:October 28, 2018 10:58 am
  • Updated:October 28, 2018 11:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনসিলভ্যানিয়ার পিটসবার্গের ইহুদি ধর্মস্থানে হামলার ঘটনায় ধৃত বন্দুকবাজের পরিচয় প্রকাশ্যে এল৷ ধৃতের নাম রবার্ট বাওয়ার্স, বয়স ৪৬৷ একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা তার অ্যাকাউন্ট থেকে একাধিক ইহুদি বিদ্বেষী পোস্ট উদ্ধার করা গিয়েছে৷ এই থেকেই তদন্তকারীদের বদ্ধমূল ধারণা যে, চরম ইহুদি বিদ্বেষ থেকেই হামলা চালিয়েছে আততায়ী৷ ধৃতকে জেরা করছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর তদন্তকারীরা৷

[ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেনেটরের বাড়িতে পার্সেল বোমা]

Advertisement

শনিবার সকাল ১০টা নাগাদ পেনসিলভ্যানিয়ার ইহুদি ধর্মস্থান ‘ট্রি অফ লাইফে’ প্রার্থনার সময় হঠাৎই হামলা করে এক বন্দুকবাজ৷ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়তে থাকে মরদেহ৷ ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা ২৫-এর বেশি বলে সূত্রের খবর৷ আহতদের মধ্যে তিনজন পুলিশকর্মীও রয়েছেন৷ ধৃত বন্দুকবাজ প্রবল ইহুদি বিদ্বেষী বলে জানা গিয়েছে৷ প্রতক্ষ্যদর্শীদের বয়ানে জানা গিয়েছে, গুলি চালনার সময় আততায়ী চিৎকার করে বলেন, ‘সব ইহুদিদের মরতে হবে’৷ গুলি চালিয়ে পালানোর সময় আতাতয়ীকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ৷ গুলিতে আহত হওয়ার পরই আত্মসর্মপণ করে ওই বন্দুকবাজ৷

[‘কোনও শব্দ করা যেত না, ৪০ মাস নরকযন্ত্রণা ভোগ করেছি’]

এই ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে, তা ভয়াবহ। এটি অবশ্যই ইহুদি-বিদ্বেষী একটি অপরাধ। আজকের দিনে এমনটা ঘটতে পারে এ আমাদের কাছে অকল্পনীয়। প্রাথমিকভাবে ঘটনাটা যা ভেবেছিলাম এটা তার চেয়েও অনেক বড় ও ভয়াবহ ঘটনা। যারা বহু অপরাধমূলক ঘটনার সাক্ষী, তাঁরাও বলেছেন এমন ঘটনা চট করে হয় না।” ট্রাম্পের কন্যা ইভাঙ্কার স্বামীও একজন ইহুদি। এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, “পিটসবার্গের সিনাগগে যে ঘটনা ঘটেছে, তাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।” বাওয়ার্সের হাতে একটি এআর-১৫ রাইফেল ছাড়াও ছোট বন্দুকও ছিল। ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বারাক ওবামা৷ টুইট করে তিনি বলেন, এই হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার শান্তি কামনা করছি৷ পাশাপাশি, দেশের যারা ঘৃণার পরিবেশ তৈরি করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়েরও ডাক দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement