Advertisement
Advertisement
Simon Stiell

উষ্ণায়নের গ্রাস থেকে বিশ্বকে বাঁচাতে হাতে মাত্র ২ বছর, সতর্কবার্তা রাষ্ট্রসংঘ কর্তার

'পৃথিবীকে রক্ষা করার সুযোগ আমাদের হাতে এখনও রয়েছে', দাবি সাইমন স্টিলের।

Only two years left to save world, says UN climate chief Simon Stiell
Published by: Amit Kumar Das
  • Posted:April 11, 2024 5:37 pm
  • Updated:April 11, 2024 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিশ্ব উষ্ণায়ণের জেরে ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী। পরিস্থিতি অবহেলা করলে আগামী দিনে এর বড় মাশুল গুনতে হতে পারে। পৃথিবীকে বাঁচাতে আমাদের হাতে মাত্র ২ বছর বাকি,’ বিশ্ব উষ্ণায়ণ সংক্রান্ত আলোচনায় এমনটাই জানালেন রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক প্রধান (UN climate chief) সাইমন স্টিল (Simon Stiell)। পাশাপাশি পৃথিবীকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার বার্তা দিয়ে সাইমন বলেন, ‘দেশের সরকার থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও উন্নয়ন ব্যাঙ্কগুলিকে একজোট হয়ে কাজ করতে হবে।’

লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের সভায় বক্তব্য রাখতে গিয়ে সাইমন বলেন, পৃথিবীকে রক্ষা করতে গ্রিন হাউস গ্যাসের নির্গমণ কমানোর সুযোগ আমাদের হাতে এখনও রয়েছে। তবে তার জন্য আমাদের সঠিক পরিকল্পনা করে এগোতে হবে। মনে রাখতে হবে, বিশ্বকে বাঁচাতে হাতে সময় মাত্র ২ বছর। আপনি যদি প্রশ্ন করেন কার হাতে এই দুবছর সময়? এর উত্তর হল, আমাদের প্রত্যেকের হাতে এই সময়টাই বরাদ্দ। তাঁর কথায়, গোটা বিশ্বের প্রতিটি মানুষ বিশ্ব উষ্ণায়নের প্রভাব অনুভব করছেন।

Advertisement

[আরও পড়ুন: ভারত-সহ ৯২ দেশে স্প্যাইওয়ার হামলার আশঙ্কা, সতর্কবার্তা অ্যাপেলের]

উন্নয়নশীল দেশগুলিকে এবিষয়ে সাহায্যের জন্য এগিয়ে আসার ডাক দিয়ে তিনি জানান, বিশ্বের বিভিন্ন এজেন্ডা থেকে জলবায়ু সংকটের মতো বিষয় সরে যাচ্ছে। যা চিন্তার বিষয় বলে দাবি সাইমনের। তিনি জানান, উন্নয়নশীল দেশগুলিকে ক্ষতিকারক জ্বালানির পরিবর্তে গ্রিন এনার্জির পথ ধরে এগোতে হবে। পাশাপাশি, মূল কাজ ফেলে রাজনৈতিক নেতাদের একে অপরের ঘাড়ে দোষ চাপানোর পদ্ধতি এবার ছাড়তে হবে বলে জানান সাইমন। তাঁর কথায়, কারও ঘাড়ে দোষ চাপানো কৌশল হতে পারে না। আবার জলবায়ুর বিষয়কে সরিয়ে রাখাও সংকটের সমাধান হতে পারে না। সকলকে এক জোট হয়ে কাজ করতে হবে। প্রতিটি দেশকে তাদের পরিকল্পনা পেশ করতে হবে। একইসঙ্গে জানান, তাৎপর্যপূর্ণভাবে বিশ্বের ৮০ শতাংশ কার্বন নিঃসরণ করে প্রতিটি জি ২০-এর সদস্যভুক্ত দেশগুলি।

[আরও পড়ুন: সন্দেশখালিতে CBI, শাহজাহান বলছেন, ‘ইডি হলে সবচেয়ে ভালো’]

উল্লেখ্য, গোটা বিশ্বজুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ। সাম্প্রতিক রিপোর্ট বলছে, চলতি বছরের মার্চ মাস ছিল রেকর্ড উষ্ণতম মাস। পরপর ১০ মাস বিশ্বজুড়ে গড় তাপমাত্রা আরও বেড়েছে। এহেন পরিস্থিতির মাঝে রাষ্ট্রসংঘের জলবায়ু বিষয়ক প্রধান সাইমন স্টিলের সতর্কবার্তা নিশ্চিতভাবেই উদবেগের বিষয় গোটা বিশ্বের কাছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement