সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদন কোম্পানির দুটি কারখানায় বিস্ফোরণের জেরে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপিছু ৭২ মার্কিন ডলার হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার কাছে থাকা তেল বাজারে ছাড়া নির্দেশ দিতে বদলে যায় পরিস্থিতি। ১৯ শতাংশের জায়গায় তেলের দামবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ১০.৬৮ শতাংশে। তবে সৌদির সরকারি কোম্পানি আরামকোর কারখানায় বিস্ফোরণের পরে গোটাবিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গিয়েছে।
সৌদি প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত আরামকোর ওই দুটি কারখানায় এখন কাজ বন্ধ রয়েছে। পুনরায় সেখানে তেল উৎপাদন শুরু হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। এই ঘটনার জেরে বিদেশে তেল সরবরাহের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলেই বাড়ছে তেলের দাম।
গত শনিবার ভোর চারটে নাগাদ আচমকা ওই দুটি কারখানায় ড্রোন হামলা হয়। এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে কারখানাগুলি। সেখানকার নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তাঁদের অক্লান্ত চেষ্টায় দীর্ঘক্ষণ পরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু, ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে।
প্রথমে এই ঘটনার পিছনে ইরানের মদত রয়েছে বলে অভিযোগ ওঠে। তবে পরে ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করলে পরিস্থিতি বদলে যায়। তবে তারপরও ইরানের উপর থেকে অভিযোগের আঙুল সরায়নি আমেরিকা। বরং সেদেশের প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন, ‘এই হামলার পিছনে কারা আছে তা আমরা জানি। সময়মতো চুপচাপ তাদের উপর সামরিক হামলা করা হবে। পাশাপাশি এই বিষয়ে সৌদি আরব কী পরিকল্পনা নেয় সেদিকেও নজর রাখা হচ্ছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.