Advertisement
Advertisement

Breaking News

শিশুকে বাঁচাতে গরিলাকে গুলি চিড়িয়াখানা কর্তৃপক্ষর

এক শিশুকে বাঁচাতে চিড়িয়াখানার কর্মীদের গুলিতে প্রাণ গেল এক গরিলার৷

ohio-zoo-kills-gorilla-to-protect-small-child-in-enclosure
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2016 3:50 pm
  • Updated:May 29, 2016 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিড়িয়াখানায় সিংহের খাঁচায় নগ্ন হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল এক যুবক৷ ঘটনার জেরে সিংহকেই প্রাণে মারতে বাধ্য হয়েছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ ঠিক একইরকম ভাবে প্রাণ গেল এক গরিলার৷ এক শিশুকে বাঁচাতে চিড়িয়াখানার কর্মীদের গুলিতে প্রাণ গেল এক গরিলার৷

ঘটনা ওহিওর৷ চার বছরের এক শিশু পড়ে যায় গরিলার জন্য নির্দিষ্ট ঘেরাটোপে৷ গরিলাটি প্রাথমিকভাবে শিশুটির ক্ষতি করেনি৷ ঘটনার যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে শিশুটি চলে যেতে চাইলে গরিলাটি তাকে আটকে রাখার চেষ্টা করছে৷ এরকম পরিস্থিতিতে কী করবেন তা ভেবে উঠতে পারেননি চিড়িয়াখানার সাধারণ কর্মীরা৷ ডাক পড়ে স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত টিমের৷ কিন্তু গরিলার হাত থেকে শিশুটিকে উদ্ধার করার কোনও উপায় পাননি সেই টিমের সদস্যরা৷ ৪০০ পাউন্ড ওজনের গরিলাটি উত্তেজিত হয়ে উঠলে শিশুটির কী হাল হবে সে কথাই ভাবনাতে ছিল তাঁদের৷ ঘুমপাড়ানো গুলিতেও কাজ হবে কি না সন্দেহ ছিল সদস্যদের মনে৷ শেষমেশ শিশুটির জীবন সংকটের কথা ভেবে তাকে বাঁচানোরই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ ফলত গুলি চালানো হয় গরিলাকে লক্ষ করে৷ প্রাণ যায় ১৭ বছরের গরিলাটির৷ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Advertisement

চিড়িয়াখানার প্রাণীদের নিরাপত্তা নিয়ে এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল৷ এর আগে সিংহের হত্যাও দিকে দিকে সমালোচনার ঢেউ তুলেছিল৷ দর্শকের দোষের দায়ে কেন বন্যপ্রাণীদের প্রাণ দিতে হবে, সে প্রশ্ন উঠল আবারও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement