সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের জন্য রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ওবামা প্রশাসন৷ মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট৷ অর্থনৈতিক ও কূটনৈতিক স্তরে রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে আমেরিকা, খবর সূত্রের৷
প্রকাশ্যে রাশিয়াকে ‘শাস্তি’ দেওয়া ছাড়াও গোপনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে ওবামা প্রশাসন৷ মার্কিন প্রেসিডেন্সিয়াল ভোটে ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকাররা অনলাইন ক্যাম্পেন করেছিল বলে অভিযোগ৷ এবার রাশিয়ার বিরুদ্ধে একেবারে গোপনে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকাও৷ এর জন্য ময়দানে নামানো হবে অভিজ্ঞ মার্কিন হ্যাকারদের৷ প্রয়োজনমাফিক তাঁদের নির্দেশ দেবেন মার্কিন গুপ্তচর সংস্থার কর্তারা৷
তবে এ বিষয়ে এখনও মার্কিন প্রেসিডেন্টের চূড়ান্ত অনুমতি মেলেনি৷ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে অনুমতি না এলে রাষ্ট্রের বাইরে কোথাও সাইবার হামলা চালাতে পারবেন না মার্কিন গুপ্তচর সংস্থার মাথারা৷ তবে, এক্ষেত্রে জাতীয় সুরক্ষার সঙ্গে কোনওরকম আপস করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে পেন্টাগন৷ দেশের কম্পিউটার সিস্টেমে বহিরাগতরা হামলা চালালে তাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে গণ্য করা হবে, ২০১৫-র এপ্রিল মাসে ওবামা এই মর্মে একটি নির্দেশ জারি করেছিলেন৷ সেই নির্দেশকেই এবার হাতিয়ার করে মার্কিন গোয়েন্দারা চান, যে রুশ হ্যাকাররা ট্রাম্পকে জেতাতে সাহায্য করেছিলেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দিতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.