Advertisement
Advertisement

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে চুম্বন, প্রয়াত বিখ্যাত এই ছবির নার্স

শনিবার গ্রেটার পুত্র যোশুয়া ফ্রিডম্যান জানিয়েছেন, প্রয়াত হয়েছেন তাঁর মা৷

Nurse in famous VJ Day 'Kiss' photo passed away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2016 1:32 pm
  • Updated:September 11, 2016 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি সাদা কালো স্থির চিত্র৷ যেখানে এক নাবিক চুম্বন করছেন এক নার্সকে৷ সারা দুনিয়া একবাক্যে চেনে এ ছবিটিকে৷ নেহাতই এক ভালবাসার ছবি বলে অবশ্য নয়, আসলে ইতিহাসের এক বিশেষ ক্ষণ বন্দি হয়ে আছে এ ছবিতেই৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের বাঁধনহীন আনন্দ যেন বাঁধা পড়েছে এখানেই৷ ভাইরাল শব্দটি যখন ভাইরাল হয়নি, তখনই এ ছবি ছড়িয়ে পড়েছিল৷ ‘দ্য কিস’ নামে খ্যাত এই ছবির নার্সের প্রয়াণ সংবাদে আবার ছড়িয়ে পড়ল সে ছবি৷_91107278_mediaitem91107277

যে নার্সকে এ ছবির দৌলতে চিনেছে গোটা বিশ্ব, তিনি গ্রেটা ফ্রিডম্যান৷ জাপানের আত্মসমর্পণের খবর আসা মাত্র টাইম স্কোয়্যারে মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন৷ সেই আনন্দেই এক নাবিক গ্রেটাকে চুম্বন করেন৷ তখনকার মতো গ্রেটার কাছে পুরো ঘটনাই ছিল বেশ অস্বস্তির৷ একে অপরকে চিনতেন তাঁরা৷ বরং জর্জ মেন্ডোন্সা নামে ওই নাবিকের প্রেমিকা ছিলেন এক নার্সই৷ পরবর্তীকালে রিটা পেট্রি নামে সেই নার্সকেই বিয়ে করেন তিনি৷ কিন্তু সেদিন সেই আনন্দের মুহূর্তে সবকিছু ভুলে অচেনা গ্রেটাকেই চুম্বন করেছিলেন মেন্ডোন্সা৷ সাময়িক অস্বস্তির হলেও পরবর্তীকালে এ ছবি ইতিহাস হয়ে যায়৷ ছবিটি ছাপা হয়েছিল ‘লাইফ’ ম্যাগাজিনে৷ তবে আটের দশকের গোড়া পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি৷ পরে অবশ্য সারা পৃথিবী চিনেছিল তাঁদের৷ আসলে যুদ্ধশেষের প্রতীক হিসেবেই বিখ্যাত আলফ্রেড আইজেনস্তাদের তোলা এ ছবি৷ সে কথা পরবর্তীকালে এক সাক্ষাৎকারে জানিয়েওছিলেন গ্রেটা৷

Advertisement

শনিবার গ্রেটার পুত্র যোশুয়া ফ্রিডম্যান জানিয়েছেন, প্রয়াত হয়েছেন তাঁর মা৷ মৃত্যুকালে তাঁর  বয়স হয়েছিল ৯২ বছর৷ ছেলে জানাচ্ছেন, মায়ের জীবনে বহু বিচিত্র ঘটনা আছে, এটি তার মধ্যে একটি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement