Advertisement
Advertisement

Breaking News

Pakistan -

ভয়ংকর বন্যায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেশে, খাদ্যপণ্যের জন্য ভারতের শরণাপন্ন পাকিস্তান

ভারত থেকে খাদ্যপণ্য আমদানির কথা জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী।

Now Pakistan can consider importing food items from India | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 30, 2022 8:06 pm
  • Updated:August 30, 2022 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। খাদ্যসংকট দেখা দিয়েছে সে দেশে। আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় ভারতের শরণাপন্ন পাকিস্তান (Pakistan)। ভারত থেকে শাকসবজি এবং অন্যান্য খাদ্যপণ্য আমদানির কথা ভাবছে পাক সরকার। সোমবার ইসলামাবাদে (Islamabad) এক সাংবাদিক সম্মেলনে ভারত থেকে খাদ্যশস্য-সহ অন্য ভোগ্যপণ্য আমদানির কথা বলেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল (Miftah Ismail)।

বস্তুত প্রবল বন্যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাদ্য ভাণ্ডার। সেই কারণেই ভারত থেকে সবজি এবং অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি করার কথা ভাবতে হচ্ছে পাকিস্তানকে, এমনটাই জানিয়েছেন সেদেশের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বন্যার কারণে পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার একশো। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় তিন কোটি মানুষ। উৎপাদিত ফসল-সহ মাইলের পর মাইল চাষের জমি এখন জলের তলায়। ইতিমধ্যে আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Advertisement

[আরও পড়ুন: নাবালিকার মৃত্যু ঘিরে উত্তপ্ত ঝাড়খণ্ড, রাজ্য ছেড়ে সরকার বাঁচাতে রাজ্যছাড়া মুখ্যমন্ত্রী সোরেন]

উল্লেখ্য, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের আগস্টে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছিল। মোদি সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ। কিন্তু এখন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারত থেকে শাকসবজি এবং অন্যান্য ভোগ্যপণ্য আমদানির কথা ভাবতে হচ্ছে শাহবাজ সরকার। পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল জানান, বন্যায় ফল ও সবজি সরবরাহে ব্যহত হয়েছে। বলেন, “ ফল ও সবজি সরবরাহ ব্যাহত হওয়ায় আমদানির পথ খুলতেই হবে আমাদের। এখন ভারত থেকে সবজি আমদানি করতে হলে, আমরা তাই করব।”

[আরও পড়ুন: লাদাখের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় মেষপালকদের নিগ্রহ লালফৌজের, ঘনাচ্ছে সংঘাতের মেঘ]

এদিকে বন্যা কবলিত পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিবেশী দেশের অবস্থা দ্রুত স্বাভাবিক হোক, এই কামনা করে টুইট করেছেন তিনি। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের (Pakistan) বেশ কিছু এলাকা। সেখানে মৃতের সংখ্যা ইতিমধ্যেই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, মানবতার খাতিরে পাকিস্তানের জন্য সাহায্য পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করছে নয়া দিল্লিও।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, “পাকিস্তানে বন্যার (Pakistan Flood) ভয়াবহতা দেখে আমি অত্যন্ত দুঃখিত। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আশা করি, খুব তাড়াতাড়ি এই বিপর্যয় কেটে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement