Advertisement
Advertisement

Breaking News

Nobel

বাড়ল নোবেল পুরস্কারের অর্থমূল্য, জয়ীরা এবার পাবেন অতিরিক্ত ৮ কোটিরও বেশি

সুইডেনের মুদ্রার দাম কমে গিয়েছে, সেই কারণেই এই সিদ্ধান্ত ।

Now Nobel Prize Money For 2023 is Increased | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 16, 2023 2:26 pm
  • Updated:September 16, 2023 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেল পুরস্কারের (Nobel Prize) অর্থমূল্য বেড়েছে। এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীরা অতিরিক্ত ১০ লাখ সুইডিশ ক্রোনার পাচ্ছেন। সেই হিসাবে নোবেল পুরস্কারের মোট অর্থমূল্য দাঁড়াচ্ছে ১ কোটি ১০ লাখ ক্রোনার (৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার)। যা আগে ছিল ১ কোটি ক্রোনার। শুক্রবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।

সদ্য সুইডেনের মুদ্রার দাম কমে গিয়েছে। ইউরো এবং মার্কিন ডলারের বিপরীতে সুইডিশ মুদ্রার দ্রুত অবমূল্যায়ন এটিকে সর্বনিম্ন পর্যায়ে ঠেলে দিয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত। সংক্ষিপ্ত বিবৃতিতে ফাউন্ডেশন জানিয়েছে, সংস্থার সেই সক্ষমতা রয়েছে। তাই আর্থিক মূল্য বাড়লেও সমস্যা হবে না। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকবার নোবেল পুরস্কারের অর্থের পরিমাণে রদবদল করা হয়েছে। ২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থ ১ কোটি থেকে কমিয়ে ৮০ লাখ করা হয়েছিল। কারণ ওই সময় ফাউন্ডেশন তার অর্থায়নের দিকে নজর দিয়েছিল। পুরস্কারের পরিমাণ ২০১৭ সালে ৯০ লাখ এবং ২০২০ সালে এক কোটিতে উন্নীত করা হয়। আবার, ২০১৩ সালে অর্থমূল্য কমিয়ে ৮ মিলিয়ন ক্রাউন করা হলেও, বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ওই বছর মার্কিন মুদ্রায় প্রায় ১.২ মিলিয়ন ডলার পেয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: শহিদদের বদলা! কাশ্মীরে সেনার গুলিতে খতম ২ জেহাদি]

ফাউন্ডেশন জানিয়েছে, ১৯০১ সালে যখন প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তখন পুরস্কারের পরিমাণ ছিল প্রতি বিভাগে ১,৫০,৭৮২ ক্রোনার। আগামী ২ অক্টোবর চিকিৎসায় নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্বের ৬ জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হবে। এর পরের দিনগুলিতে পদার্থবিদ্যা, অর্থনীতি, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা হবে। বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃতু্যবার্ষিকীতে। অন্য সমস্ত পুরস্কার স্টকহোমে দেওয়া হলেও নোবেল শান্তি পুরস্কার প্রতিষ্ঠাতার ইচ্ছা মেনে অসলোতে প্রাপকের হাতে তুলে দেওয়া হয়।

তবে গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রাউন প্রায় ৩০ শতাংশ মান হারিয়েছে। ফলে পুরস্কারের অর্থমূল্য যে বাড়ালেই যে সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা খুব বেশি ধনী হয়ে উঠবেন, এমনটা নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement