সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের নয়া অভিবাসননীতির তীব্র প্রতিক্রিয়া জানাল ইরান৷ এই সিদ্ধান্তের প্রতিবাদের এবার ইরানের নিষিদ্ধ করা হল যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের প্রবেশাধিকার৷ শনিবার ইরানের বিদেশমন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়৷
শুক্রবার একটি আদেশ জারি করে আমেরিকায় শরণার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ একই সঙ্গে সাতটি মুসলিম রাষ্ট্র থেকে আশা উদ্বাস্তুদের উপর কড়া বিধিনিষেধ জারি করে হোয়াইট হাউস৷ এই আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা ‘ব্লক’ করা হয়৷ বিতর্কিত আদেশটি জারি করার পর পেন্টাগন থেকে ট্রাম্প বলেন, ইসলামিক জঙ্গিদের আমেরিকা থেকে দূরে রাখতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে৷
আমেরিকায় শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে সরব মালালা
এর পরই ট্রাম্পের সমালোচনায় সরব ইরানের বিদেশমন্ত্রক৷ মন্ত্রকের তরফে বলা হয়, এই সিদ্ধান্ত কিছু দিনের জন্য হলেও ইসলামিক বিশ্বের পক্ষে তা চূড়ান্ত অপমানজনক৷ সন্ত্রাসের বিরুদ্ধে ট্রাম্পের এই লোক দেখানোর নীতি চরমপন্থীদের ইতিহাসের জন্য একটি বড় উপহার হতে চলেছে৷ ট্রাম্প এই অনৈতিক নীতি প্রত্যাহার না করা পর্যন্ত ইরানে মার্কিন বাসিন্দাদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয়৷
ইতিমধ্যেই, ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। এই খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নোবেলজয়ী মালালা ইফসুফজাই, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও গুগল-সিইও সুন্দর পিচাই।
আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.