সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে ভারতীয় পড়ুয়াদের মৃত্যু অব্যাহত। এবারের ঘটনা ইংল্যান্ডের। সেখানে ১৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা প্রকাশ্যে এল। ঘটনাটি গত বছরের জুন মাসের হলেও তরুণীর বাবার প্রতিক্রিয়ার পর ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে ঘটনাটি নতুন করে সামনে এসেছে। তরুণীর বাবার বক্তব্য, এই মৃত্যু রোখা যেত। ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নটিংহামে চিকিৎসাবিদ্যার ছাত্র গ্রেস এবং তাঁর বন্ধবী বার্নাবে ওয়েবারের উপরে হামলা চালায় ভালদো ক্যালোকেন নামের এক যুবক। দুজনকেই ধারাল ছুরি দিয়ে নৃশংস ভাবে কোপানো হয় বলে অভিযোগ। ভয়ংকর হামলায় গ্রেস এবং বার্নাবে দুজনেই নিহত হন। জুন মাসেই আরও এক ব্যক্তির মৃত্যু হয় একই ঘাতক অর্থাৎ ভালদোর হামলায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলে জানা যায়, ওই যুবক মানসিক ভাবে অসুস্থ। অপরিচত দুই তরুণীকে কোনও কারণ ছাড়াই হামলা করেছিলেন তিনি। মানসিক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। মাঝপথে হাসপাতাল ছুটি পেয়ে এই কাণ্ড ঘটায়।
নিহত তরুণী বাবার নাম সঞ্জয় কুমার। সম্প্রতি বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি বলেন, “যদি হত্যাকারীর ঠিক মতো চিকিৎসা হত, সে যদি হাসপাতালেই থাকত, তবে এই মৃত্যু এড়ানো যেত।” ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে তরুণীর পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.