Advertisement
Advertisement
USA

‘হিংসা থেকে বিরত থাকুন’, হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে মুখ খুলল আমেরিকা

ভারতের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে হোয়াইট হাউজ।

Now America calls for calm amid communal clashes in Haryana | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 3, 2023 9:17 am
  • Updated:August 3, 2023 9:46 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার (Haryana) গোষ্ঠী সংঘর্ষ এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। নুহ, গুরুগ্রাম এবং রাজধানীর দিল্লির একাংশে এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। সেই উত্তাপ আন্তর্জাতিক মঞ্চ ছুঁয়ে ফেলল। হরিয়ানা নিয়ে শান্তির বার্তা দিল আমেরিকা (America)। বুধবার এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রক সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আরজি জানাল।

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার শান্তি ফেরানোর আহ্বান জানালেন। এইসঙ্গে তিনি নিজের দেশের নাগরিকদের উদ্দেশে জানান, ভারতের হরিয়ানার হিংসায় কোনও আমেরিকান নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। তিনি বলেন, “সংঘর্ষের বিষয়ে আমরা বরাবররের মতোই শান্ত থাকার আহ্বান জানাব। সব পক্ষকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাব। ভারতের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা খুশি। আমেরিকানরা নিরাপদে আছেন।”

Advertisement

[আরও পড়ুন: মন্দিরের নিদর্শন নষ্ট করা হতে পারে! জ্ঞানবাপীতে নিরাপত্তার দাবিতে মামলা]

এদিকে অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে প্রশাসন। নুহ, ফরিদাবাদ, পালওয়াল, গুরুগ্রামের একাংশে আগামী ৫ আগস্ট অবধি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এই সমস্ত এলাকায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

সোমবার বিজেপি শাসিত হরিয়ানার নুহ-তে ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’র আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। গুরুগ্রাম-আলোয়ার হাইওয়েতে মিছিলে বাধা দেয় একদল যুবক। তাঁরা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বহু। পোড়ানো হয়েছে অসংখ্য গাড়ি। ভাঙচুর চালানো হয়েছে দোকান ও বাড়িতে।

[আরও পড়ুন: আড়াই দশক পর ‘মুক্ত’ অভিশপ্ত সেই উপহার সিনেমা প্রাঙ্গন]

এদিকে বুধবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, “পুলিশ হোক কিংবা সেনা। সকলকে নিরাপত্তা দেওয়া সম্ভব না কারও পক্ষেই।” পাশাপাশি হরিয়ানার মুখ্যমন্ত্রী জানান, যাঁদের সম্পত্তি নষ্ট হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। বলেন, “সরকারি পোর্টালের মাধ্যমে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন নাগরিকরা।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement