Advertisement
Advertisement

Breaking News

US presidential polls

বাইডেন না ট্রাম্প, আমেরিকার মসনদে কে বসবেন? জানালেন ‘আমেরিকার প্রশান্ত কিশোর’

গত দশবারের মধ্যে ৯ বারই ফল মিলিয়ে দিয়েছেন তিনি।

'Nostradamus' of US presidential polls makes his prediction for 2024
Published by: Biswadip Dey
  • Posted:May 2, 2024 4:39 pm
  • Updated:May 2, 2024 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্প মেগা ফাইনালের দিকে কেবল আমেরিকাই নয়, গোটা বিশ্বই তাকিয়ে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি ট্রাম্পেরই পাল্লাই ভারী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু কী ভাবছেন ‘আমেরিকার পিকে’? তিনি অ্যালান লিচম্যান। গত দশবারের প্রেসিডেন্ট নির্বাচনে নবারই অভ্রান্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। তিনি কী বলছেন?

ভারতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যদ্বাণী বহুলচর্চিত। আমেরিকার লিচম্যানের খ্যাতি আরও বেশি। তিনি ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নস্ত্রদামুস’। হোয়াইট হাউস কার দখলে যাবে, ভোটের আগে তা বলে দিতে জুরি নেই লিচম্যানের। কীভাবে করেন তিনি ‘অসাধ্যসাধন’? এর পিছনে রয়েছে ‘হোয়াইট হাউসের ১৩ চাবি’। একেবারে অঙ্কের নিয়মে তিনি নাকি এই ভবিষ্যদ্বাণী করতে পারেন। কী এই ১৩টি ‘চাবি’ তথা ফ্যাক্টর? মনোনয়ন, স্বল্পকালীন অর্থনৈতিক স্থায়িত্ব, দীর্ঘকালীন অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক স্থায়িত্ব, চ্যালেঞ্জারের করিশ্মার মতো নানা বিষয় খতিয়ে দেখেই তিনি জানিয়ে দেন কে বসতে চলেছেন মসনদে।

Advertisement

[আরও পড়ুন: দল নির্বাচনের নামে স্বজনপোষণ! CSK তারকার বাদ পড়া নিয়ে বিস্ফোরক প্রাক্তন বিশ্বজয়ী]

এহেন লিচম্যান ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কী বলছেন? তিনি বলছেন, ”আমি এখনও চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করিনি।” তবে তিনিও মানছেন এখনও পর্যন্ত ট্রাম্পই এগিয়ে। তাঁর কথায়, ”বাইডেনের হারার দিকটি নিশ্চিত হতে এখনও অনেকটা পথ যাওয়া বাকি। এই মুহূর্তে তিনি মাত্র দুটি ফ্যাক্টরে পিছিয়ে রয়েছেন।”

এদিকে আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয় কার্যত নিশ্চিত বলে আগেই দাবি করেছে আমেরিকার (USA) একটি সমীক্ষা। জো বাইডেনকে (Joe Biden) একেবারে মুছে দিয়ে ফের কুর্সিতে বসতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, সেই তথ্যই উঠে এসেছে সমীক্ষার রিপোর্টে। প্রাথমিকভাবে অনুমান, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বাইডেনকেই দায়ী করেছেন আমজনতা।

[আরও পড়ুন: আরও দুদিন তাপপ্রবাহের জ্বালা, বৃষ্টির আশায় দিন গুনছে বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement