সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জো বাইডেনের পরিবর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন কমলা হ্যারিস। খবরটা ছড়ানোর সময় থেকেই হারানো জমি যেন ফিরে পাচ্ছে ডেমোক্র্যাটরা। মার্কিন মুলুকের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক তা জানতে এখনও কয়েক মাসের অপেক্ষা। তবে ইতিমধ্যেই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন কমলা। এবার ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নস্ত্রাদামুস’ অ্যালান লিচম্যানও জানিয়ে দিলেন কমলাই হোয়াইট হাউসের দখল নেবেন! এমনই দাবি তাঁর।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এখন থেকেই জল্পনা তুঙ্গে। কিন্তু লিচম্যান জিতিয়েই দিচ্ছেন কমলা হ্যারিসকে। বিখ্যাত ভবিষ্যদ্বক্তা বলছেন, ”অন্তত আমার গণনা তো সেটাই বলছে।” গত ৫০ বছর ধরে ইতিহাসের অধ্যাপনা করা লিচম্যানের একটা নিজস্ব পদ্ধতি রয়েছে। ‘হোয়াইট হাউসের ১৩টি চাবি’ পদ্ধতি নামেই বিখ্যাত সেটি। ১৯৮৪ সাল থেকে গত ১০টি নির্বাচনের ফলাফলই অব্যর্থ মিলিয়ে দিয়েছেন লিচম্যান। কীভাবে? কী এই পদ্ধতি? আসলে ১৩টি ‘চাবি’ হল ১৩টি ট্রু/ফলস প্রশ্ন। এর মধ্যে ৬টি বা বেশি উত্তর যদি কোনও দলের দিকে যায় তাহলে সেই দলের প্রতিনিধিই শেষ হাসি হাসেন নির্বাচনে। বলাই বাহুল্য, এক্ষেত্রে সেটা কমলা হ্যারিসের ক্ষেত্রে হয়েছে। ৮টি ‘চাবি’ই নাকি তাঁর দখলে। ফলে ভোটে তাঁরই জয় দেখছেন লিচম্যান।
উল্লেখ্য, গত মাসের শেষদিকেই আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন কমলা হ্যারিস। যদিও ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসাবে আগেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর নাম। নির্বাচনে জো বাইডেনকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করে ডেমোক্র্যাটরা। কিন্তু ৮১ বছর বয়সি নেতা কি আগামী চার বছর ধরে আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে সক্ষম? মার্কিন রাজনীতিতে সেই প্রশ্ন ছিলই। এহেন পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য কোভিড আক্রান্ত হন বাইডেন। তার পরেই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা নির্বাচন থেকে সরে আসার কথা ঘোষণা করেন। নিজের উত্তরসূরি হিসাবে বারবার কমলা হ্যারিসের নাম জানিয়েছিলেন বাইডেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.