Advertisement
Advertisement
Kim Jong Un

কিম চলেছেন যুদ্ধে! আমেরিকাকে ‘জবাব’ দিতে সেনাকে প্রস্তুতির নির্দেশ

সম্প্রতি বার বার এমন হুমকি দিতে দেখা গিয়েছে কিমকে।

North Korea's Kim orders military to accelerate war preparations to counter US। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 28, 2023 7:24 pm
  • Updated:December 28, 2023 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাল্লা চলেছে যুদ্ধে।’ পৃথিবী জুড়ে ক্রমেই ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। রাশিয়া-ইউক্রেন, হামাস-ইজরায়েল সংঘর্ষের মধ্যেই এবার রণহুঙ্কার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের (Kim Jong Un)। নতুন বছরে রণনীতি কী হবে তা নিয়ে বৈঠকে আমেরিকার ‘বেনজির’ পদক্ষেপের ‘বদলা’ নেওয়ার নির্দেশ তাঁর।

বুধবার উত্তর কোরিয়ার (North Korea) শাসক দলের একটি শীর্ষস্থানীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই সেদেশের সেনা, যুদ্ধাস্ত্র নির্মাণ ও পারমাণবিক অস্ত্র বিভাগকে যুদ্ধপ্রস্তুতির পরিষ্কার নির্দেশ দিয়েছেন কিম। পাশাপাশি ‘সাম্রাজ্যবাদ বিরোধী’ দেশগুলির সঙ্গে কৌশলী সহায়তা আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর এই ইঙ্গিত থেকে স্পষ্ট, রাশিয়ার কথাই বলছেন তিনি। আমেরিকার বহুদিনের অভিযোগ, পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করছে। আবার রাশিয়াও উত্তর কোরিয়াকে প্রযুক্তিগত সমর্থন দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ফাঁসি রদ কাতারে বন্দি ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর!]

উল্লেখ্য, কিম কিন্তু গত সপ্তাহেও যুদ্ধের হুমকি দিয়েছিলেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ সূত্রে খবর ছিল, গত সপ্তাহেই ওয়াশিংটনে আলোচনায় বসেছিল দক্ষিণ কোরিয়া (South Korea) ও আমেরিকা। মনে করা হচ্ছে, সেই আলোচনায় উত্তর কোরিয়াকে ঠেকাতে আণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি প্রাধান্য পায়। এর পরই কিম বলেন, বলেন, “সামরিক বাহিনীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। শত্রুরা যদি পরমাণু অস্ত্র নিয়ে কোনওরকম উস্কানি দেয় তাহলে কোনও দ্বিধাবোধ না করে যেন পালটা পারমাণবিক হামলা চালানো হয়।” এবার ফের যুদ্ধের হুঙ্কার শোনা গেল তাঁর মুখে।

[আরও পড়ুন: হিন্দু নই তো কী! দেড় হাজার কিমি পায়ে হেঁটে অযোধ্যায় রামভক্ত শবনম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement