Advertisement
Advertisement
North Korea

উইথ লাভ ফ্রম রাশিয়া! কিমকে চিঠি পুতিনের, শোইগু সফরে উদ্বিগ্ন আমেরিকা

রহস্যে মোড়া উত্তর কোরিয়ায় রুশ বিদেশমন্ত্রী সের্গেই শোইগু।

North Korea's Kim Jong Un Meets Russian Defence Minister | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:July 27, 2023 10:33 am
  • Updated:July 27, 2023 10:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রহস্যে মোড়া উত্তর কোরিয়ায় রুশ বিদেশমন্ত্রী সের্গেই শোইগু। আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে ইউক্রেন যুদ্ধের আবহে একনায়ক কিম জং উনের কাছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চিঠি পৌঁছে দিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার (North Korea) সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, বুধবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন শোইগু। এক ভোজসভায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেন তাঁরা। জানা গিয়েছে, বৈঠকে কিমের হাতে পুতিনের চিঠি তুলে দেন শোইগু। পালটা, প্রেসিডেন্ট পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিম। দুই দেশের কৌশলগত ও সামরিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

উল্লেখ্য, ২৭ জুলাই কোরিয়া যুদ্ধাবসানের ৭০ বছর উপলক্ষে ভিক্টরি ডে-তে রাশিয়া ও চিনকে আমন্ত্রণ জানিয়েছিল উত্তর কোরিয়া। ইউক্রেন যুদ্ধের আবহে এই আমন্ত্রণের ‘কূটনৈতিক তাৎপর্য’ অত্যন্ত গভীর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অতিমারীর সময় থেকেই সমস্ত বিদেশি অতিথিদের প্রবেশ নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। এবার রাশিয়া ও চিনকে আমন্ত্রণ জানানোর মধ্যে দিয়ে সেই নিষেধাজ্ঞা উঠল। দক্ষিণ কোরিয়ায় মার্কিন ডুবোজাহাজ ঢোকার পরই দু’টি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে কিমের দেশ। আর তারপরই তাদের তরফে চিন ও রাশিয়াকে এই আমন্ত্রণ। কার্যতই আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে ‘বার্তা’ দিতেই এই আমন্ত্রণ। তেমনটাই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: নাইজারে সেনা অভ্যুত্থান, রক্ষীদের হাতেই আটক প্রেসিডেন্ট, পুড়ল সংবিধান]

উল্লেখ্য, কোরীয় উপদ্বীপে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত সোমবার দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের নৌসেনা ঘাঁটিতে পৌঁছয় মার্কিন পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ ‘ইউএসএস অ্যানাপোলিস’। তার কয়েকঘণ্টা পরেই দু’টি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে উত্তর কোরিয়ার ফৌজ। রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে একটি সেনাঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কিমের সেনা। প্রায় ৪০০ কিলোমিটার দূরে সমুদ্রে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে আছড়ে পড়ে মিসাইল দু’টি।

[আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য শিকাগোয় পাড়ি দেওয়া ভারতীয় তরুণীর দিন কাটছে রাস্তায় ! জয়শংকরের দ্বারস্থ পরিবার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement