Advertisement
Advertisement
North Korea

খুঁড়িয়ে হাঁটছেন কিম! কী হয়েছে উত্তর কোরিয়ার দাপুটে একনায়কের?

গরম গুজবের বাজার।

North Korea's Kim appear limping in propaganda video | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 2, 2022 11:13 am
  • Updated:February 2, 2022 11:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা থেকে শুরু করে জাপান। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের (Kim Jong Un) দাপট সর্বত্র। একের পর এক মিসাইল পরীক্ষা করে রাষ্ট্রসংঘের উদ্বেগও বাড়িয়েছেন তিনি। এহেন কিম আচমকা খুঁড়িয়ে হাঁটছেন!

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা উড়িয়ে ফের মিসাইল নিক্ষেপ কিমের উত্তর কোরিয়ার, ক্ষুব্ধ জাপান]

মঙ্গলবার উত্তর কোরিয়ায় মুক্তি পেয়েছে প্রেসিডেন্ট কিমকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র। “The Great Year of Victory, 2021” শীর্ষক প্রায় দু’ঘন্টার ওই ছবিতে মিসাইল তৈরি ও করোনা মহামারীকে রুখতে কিমের ‘সফল পদক্ষেপ’ ও অবদানের কথা তুলে ধরা হয়েছে। সেখানেই কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন তিনি। আর তাঁর এহেন শারীরিক পরিবর্তন নিয়েই এবার গুজবের বাজার গরম। অনেকেই মনে করছেন, গতবছর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কিম। তবে সেই খবর গোপন রাখা হয়। সেরে উঠলেও তাঁর শরীরে এখনও সেই অসুস্থতার ছাপ রয়ে গিয়েছে।

Advertisement

এদিকে, বাধাবিঘ্ন কাটিয়ে কিমের গুণগান করলেও কেমন ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভ করেছে উত্তর কোরিয়া সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি তথ্যচিত্রটিতে। তবে বিশ্লেষকদের মতে, ২০২০-২১ সালে করোনা মহামারীর জেরে বিপাকে পড়ে পিয়ংইয়ং । সেই ধাক্কা এখন কাটিয়ে উঠতে পারেনি সেদেশ। কিমের বিপদ আরও বাড়িয়ে নিষেধাজ্ঞার জেরে চাষবাসের জন্য প্রয়োজনীয় সার আসছে না দেশটিতে। ফলে একের পর এক মিসাইল টেস্টের দরুন আন্তর্জাতিক মঞ্চে একঘরে কিম তথ্যচিত্রে সত্য গোপন করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই উত্তর কোরিয়ায় খাবারের দাম অনেকটা ঊর্ধ্বমুখী। পেট ভরাতে হিমশিম দশা দেশবাসীর। তবে এবার তা সবচেয়ে সংকটজনক অবস্থায় পৌঁছল। এর জন্য ‘series of deviations’কে দায়ী করেছেন কিম জং উন। যদিও বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী, একাধিক প্রাকৃতিক বিপর্যয়, কৃষিক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও পরিকাঠামোর অভাব-সহ একাধিক বিষয়কে দায়ী করা হয়েছে। কিন্তু সেসবকে আমল না দিয়ে উত্তর কোরিয়ার একনায়ক মন্তব্য করেছিলেন, এই অবস্থায় সকলের উচিত কম খাবার খাওয়া। 

[আরও পড়ুন: প্রধান বিচারপতির কাছে মিনতি, তবুও পাকিস্তানে গুলি করে মারা হল হিন্দু ব্যবসায়ীকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement