Advertisement
Advertisement

Breaking News

Kim Jong Un

এত রোগা হয়ে গিয়েছেন কিম! রাষ্ট্রনায়কের চেহারা দেখে চোখে জল দেশবাসীর

পিয়ংইয়ংয়ের এক অনুষ্ঠানে সম্প্রতি দেখা গেল কিমকে।

North Korean's worried about Kim Jong Un's health | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:June 28, 2021 6:17 pm
  • Updated:June 28, 2021 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই ওজন কমাচ্ছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন (Kim Jong Un’)। সে খবর প্রকাশ্যে এসেছিল আগেই। তাঁর কি গভীর কোনও অসুখ হয়েছিল? নাকি নিজেই স্বাস্থ্যসচেতন হয়ে শরীর ঝরানোর পথ বেছে নিয়েছেন? তা নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। রাষ্ট্রনেতার নতুন চেহারা দেখার জন্য অনেকেই ব্যাকুল হয়ে ওঠেন। অবশেষে বোধহয় তাঁদের সেই ইচ্ছে পূরণ হল। কিম জং উনকে নতুন রূপে দেখে অবাক তাঁরা। কেউ কেউ আবার ব্যথিতও। এত রোগা হয়ে গিয়েছেন শাসক! অনেকেরই বিষয়টা ভাল লাগছে না। কিমের এক ভিডিও ফুটেজ ঘিরে দেশবাসীর এমনই প্রতিক্রিয়া বলে দাবি উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের।

[আরও পড়ুন: ড্রোন হামলার বদলা, ইরাক-সিরিয়া সীমান্তে তুমুল বোমাবর্ষণ মার্কিন যুদ্ধবিমানের]

সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি চ্যানেল KRT-তে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে জনৈক নাগরিককে বলতে শোনা গেল, ”আমাদের শ্রদ্ধেয় নেতাকে (কিম জং উন) দেখে সবার হৃদয় ভেঙে যাচ্ছে। কেউ চোখের জল ধরে রাখতে পারছে না। কোথায় দেখলেন তাঁকে? এই প্রশ্নের সরাসরি উত্তর না পাওয়া গেলেও ওই চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে অনুষ্ঠান হচ্ছে খোলা রাস্তায়। সেই অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে কিমকে। সম্ভবত এটি পিয়ংইয়ংয়ের রাস্তা। একটি বড় টেলিভিশন স্ক্রিনে তাঁকে দেখা গিয়েছে।

Advertisement

গত বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার (North Korea) ‘একনায়ক’ কিম জং উনকে নিয়ে জল্পনার জাল বিস্তৃত হয় বহুদূর পর্যন্ত। হঠাৎ করেই তাঁর খোঁজ মিলছিল না। কেউ বলছিলেন, দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন কিম। কারও ধারণা, দেশেরই প্রত্যন্ত অঞ্চলে নিজের বাংলো বাড়িতে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। সেখানে নাকি তাঁর নিজস্ব ট্রেন, স্টেশন, হেলিপ্যাড – সবই রয়েছে। একটি ছবি ঘিরে এই জল্পনা আরও উসকে উঠেছিল। ট্রেনের কামরার হাতল ধরে দাঁড়িয়ে রয়েছেন কিম – এমনই ছবি দেখা গিয়েছিল। এরপর তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেসময়ই তাঁর রোগা হওয়া নিয়ে খবর ছড়াচ্ছিল। অনেকেই মনে করেছিলেন, অসুস্থ হওয়ায় দ্রুত ওজন কমছে মাত্র ৩৭ বছরের রাষ্ট্রনেতার। তাঁর পরবর্তী সময়ে কে হবে উত্তর কোরিয়ার শাসক, এই আলোচনাও শুরু হয়েছিল। উঠে এসেছিল কিমের স্মার্ট, উচ্চশিক্ষিতা বোনের নাম।

এসবের পর অবশ্য সম্প্রতিই কিমকে প্রকাশ্যে দেখা গিয়েছে। আগের চেয়ে চেহারা অনেকটাই ভাঙা। আর তা দেখেই যতটা হতবাক দেশবাসী, ততটাই ব্যথিতও। শাসককে এই চেহারায় দেখতে তাঁদের অনেকেরই ভাল লাগছে না বলে জানাচ্ছেন নিজেরাই। তবে কিম নয়া রূপে কিন্তু বেশ বহাল তবিয়তে রয়েছেন বলেই ছবি দেখে মত তাঁর ঘনিষ্ঠদের।

[আরও পড়ুন: পোষা সিংহের সঙ্গে টিকটক ভিডিওই কাল! বাজেয়াপ্ত করা হল চিনা যুবকের পোষ্যকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement