Advertisement
Advertisement
North Korea Japan

‘আগে কোনওদিন এত ভয়ংকর হয়নি’, উত্তর কোরিয়াকে রুখতে প্রতিরক্ষার বরাদ্দ বাড়াল জাপান

জাপান সাগর লক্ষ্য করে একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া।

North Korea threatening more than ever before, says Japan, hikes domestic defense spending | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2023 2:45 pm
  • Updated:July 28, 2023 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতে কখনও এত ভয়ংকর হয়ে ওঠেনি উত্তর কোরিয়া (North Korea)। প্রতিবেশী দেশের মিসাইল পরীক্ষার ভয়াবহতা দেখে এমন মন্তব্য করেছে জাপানের (Japan) প্রতিরক্ষা মন্ত্রক। সেই সঙ্গে দেশের নিরাপত্তার খাতে খরচের পরিমাণও বাড়িয়েছে জাপানের প্রশাসন। কারণ হিসাবে সাফ জানানো হয়েছে, উত্তর কোরিয়ার কাছে যা ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) রয়েছে তা ব্যবহার করে জাপানের উপর বড়সড় আঘাত হানতে পারে কিম জং উনের দেশ।

গত কয়েকদিনে একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। তার অধিকাংশই জাপান সাগর লক্ষ্য করেই উৎক্ষেপণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই কমপক্ষে ১২টি মিসাইল ছুঁড়েছে কিমের দেশ। আগামী দিনে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করতে মিসাইল ছোঁড়ার পরিমাণ আরও বাড়াতে পারে উত্তর কোরিয়া, সেরকমই অনুমান বিশেষজ্ঞদের।

Advertisement

[আরও পড়ুন: ‘ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম, আপনি তেমনটাই করছেন’, মোদিকে নয়া তির তৃণমূলের]

প্রতিবছরের মতো শুক্রবার বার্ষিক হোয়াইট পেপার প্রকাশ করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক। সেখানেই সাফ বলা হয়, ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। এর আগে কোনওদিন জাপানের জন্য এত বেশি বিপজ্জনক হয়নি কিমের দেশ। উত্তর কোরিয়ার এহেন আগ্রাসী আচরণের প্রভাব পড়ছে গোটা বিশ্বে। নতুনভাবে সংকট তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে।

সমস্ত বিষয় মাথায় রেখেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার খাতে একধাপে অনেকখানি বরাদ্দ বাড়িয়েছে জাপান। কারণ উত্তর কোরিয়ার কাছে যা অস্ত্র ভাণ্ডার মজুত রয়েছে তা ব্যবহার করে যেকোনও সময়ে জাপানের উপর আক্রমণ হতে পারে। তাই চিনের আগ্রাসী মেজাজের পাশাপাশি উত্তর কোরিয়ার থেকেও সতর্ক হতে চাইছে জাপান। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেতও দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। প্রসঙ্গত, গত সোমবারই সাম্প্রতিক মিসাইলটি উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

[আরও পড়ুন: ব্রিকসে সদস্য বাড়ানোর দাবিতে দাদাগিরি চিনের! তীব্র বিরোধিতা ভারত ও ব্রাজিলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement