Advertisement
Advertisement

Breaking News

North Korea

আমেরিকাকে কড়া জবাব, এবার ট্রেন থেকেই ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

এই বছর এই নিয়ে তৃতীয়বার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল কিমের দেশ।

North Korea says it fired two missiles from railway car | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 15, 2022 4:59 pm
  • Updated:January 15, 2022 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’বছর ধরে ক্রমশ খারাপ হয়েছে দেশের পরিস্থিতি। গত বছরের মাঝামাঝি সময় থেকে তীব্র খাদ্য সংকটও শুরু হয়েছে। কিন্তু সেসবে ভ্রুক্ষেপ নেই উত্তর কোরিয়ার (North Korea) শাসক কিম জং উন (Kim Jong Un)। তিনি মগ্ন আমেরিকার জারি করা নিষেধাজ্ঞাকে জবাব দিতে। এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। নতুন বছর পড়তে না পড়তেই এই নিয়ে তৃতীয় বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিমের দেশ।

গত মঙ্গলবার পিয়ংইয়ং থেকে হাইপারসনিক মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া। এরপরই বুধবার আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে তাদের উপরে। এবার সেই নিষেধাজ্ঞার বদলা নিতেই শুক্রবার ফের একবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পরীক্ষা চালাল তারা। ট্রেন থেকেই দুটি স্বল্পমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর-দক্ষিণ উপকূলে ছোঁড়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: India vs SA: কোনও শাস্তি নয়, স্ট্যাম্প মাইক বিতর্কে স্রেফ সতর্ক করে ছেড়ে দেওয়া হল কোহলিদের]

এরকম কিছু যে তারা করতে পারে তার হদিশ আগেই মিলেছিল। পিয়ং ইয়ংয়ের বিদেশমন্ত্রী একটি বিবৃতিতে জানিয়েছিলেন, আমেরিকা যদি এমনই সংঘর্ষপূর্ণ মা‌নসিকতা নিয়ে চলে তাহলে তাদের শক্তিশালী জবাবই দেওয়া হবে। শেষ পর্যন্ত সেটাই হল। তাদের এই ঘনঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অস্বাভাবিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উত্তর কোরিয়ার সরকারি সংস্থা কেএনসিএ জানিয়েছে, রেলবাহী রেজিমেন্টের ক্ষমতা যাচাই করে নেওয়াই এবারের পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল। তবে গত সেপ্টেম্বরেও তারা এমন পরীক্ষা চালিয়েছিল বলে জানানো হয়েছে। দাবি, উত্তর কোরিয়ার এই রেজিমেন্ট প্রতিপক্ষের যে কোনও হামলাকে রুখে দেওয়ার ক্ষমতা ধরে।

[আরও পড়ুন: ‘মানুষের জন্য ক্ষতিকর’ তকমা দিয়ে ফের ডিটেনশনে রাখা হল নোভাক জকোভিচকে!]

কেন আমেরিকা তথা বাকি বিশ্বের বিরুদ্ধে এমন আগ্রাসী মনোভাব দেখাচ্ছে উত্তর কোরিয়া? বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়া এভাবেই একটা ফাঁদ পাতছে বাইডেন প্রশাসনের জন্য। পরপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পরীক্ষা করে তাদের চাপ দেওয়ার চেষ্টা করে চলেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে বহুদিন আগেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিমের দেশের উপরে। কি‌ন্তু সমস্ত বিধিনিষেধকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তারা লাগাতার পরীক্ষা করেই চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement