সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নয়, পরপর অন্তত চারটি মারাত্মক ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপযুক্ত জবাব দেবেন বলে হুঙ্কার ছাড়লেন উত্তর কোরিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্ট কিম জং উন। বৃহস্পতিবার সে দেশের সরকারি সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রককে মিসাইলগুলি পুরোপুরি তৈরি করে ফেলার নির্দেশ দিয়েছেন কিম।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি সত্যি হলে আগামী কয়েকদিনের মধ্যেই মার্কিন জলসীমায় আছড়ে পড়তে পারে চারটি হ্যাসং-১২ ব্যালিস্টিক মিসাইল। বিশেষজ্ঞরা বলছেন, কিমের কাছে যে মিসাইলগুলি রয়েছে সেগুলি অধিকাংশই ‘ইন্টার-মিডিয়েট’ বা মাঝারি পাল্লার। ৩০-৪০ কিলোমিটার দূর পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুকে ধুলোয় মিশিয়ে দিতে পারে এই মিসাইল। সেক্ষেত্রে কিমের টার্গেট হতে পারে গুয়ামের জলসীমা।
BREAKING: North Korea says it will complete plan to attack waters near Guam by mid-August then wait for commander in chief’s order.
— The Associated Press (@AP) August 9, 2017
কিন্তু হঠাৎ কেন এতটা ক্ষেপে উঠলেন কিম?
এর পিছনে রয়েছে খানিকটা মার্কিন উসকানিও। চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংকে হুমকির সুরে জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার কাছ থেকে নতুন করে কোনও হামলার হুমকি এলে তার আগুনে জবাব দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসও ট্রাম্পের ওই বক্তব্যকে সমর্থন জানান। বুধবার ম্যাটিস এক বিবৃতি জারি করে বলেন, ‘মার্কিনীদের কোনও ক্ষতি করার চেষ্টা করলে সেই দেশকে গুঁড়িয়ে দেওয়া হবে।’
এই প্রথম নয়, এর আগে মার্কিন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন মন্তব্য করেছিলেন, মার্কিনীদের রাতের ঘুম নষ্ট করতে পারবে, এমন কোনও শক্তি পৃথিবীতে নেই। পালটা উত্তর কোরিয়ার প্রেসিডেন্টও হুমকির সুরে জানিয়ে দেন, গুয়াম থেকে মাত্র ১২ নটিক্যাল মাইল দূরে মার্কিন জলসীমাকে টার্গেট করে মিসাইল তৈরি রয়েছে।
কিমের পালটা জবাব, ট্রাম্প একজন অপদার্থ। ফাঁকা বুলি ছাড়া তাঁর আর কোনও যোগ্যতাই নেই। উত্তর কোরিয়ার সামরিক বহর দেখে ট্রাম্প চাপে পড়ে এই সব ভুলভাল মন্তব্য করছেন বলে কিমকে উদ্ধৃত করে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা। সবমিলিয়ে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে চরমে। আগামী কয়েকদিনে পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে গোটা দুনিয়ার।
হামলার হুমকির পর কী প্রতিক্রিয়া দিলেন গুয়ামের গভর্নর? দেখুন ভিডিও:
Guam Governor: “There’s fear” but also a sense of calm knowing this isn’t the first time we’ve been threatened by North Korea pic.twitter.com/XxY2Egg1YS
— The Lead CNN (@TheLeadCNN) August 9, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.