Advertisement
Advertisement
North Korea

‘আঙ্কল স্যাম’কে হুঁশিয়ারি দিয়ে ফের মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

আমেরিকার উপর চাপ তৈরি করতেই এই উৎক্ষেপণ কিমের দেশের।

North Korea launches missiles in South Korea। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 22, 2023 11:52 am
  • Updated:July 22, 2023 11:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আঙ্কল স্যাম’কে হুঁশিয়ারি দিয়ে ফের মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া। কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার বন্দরে প্রবেশ করেছিল মার্কিন সাবমেরিন। তারপরই মিসাইল উৎক্ষেপণ করেছিল কিমের প্রশাসন। শনিবার ফের একাধিক মিসাইল ছুঁড়ল পিয়ংইয়ং। 

শনিবার ভোর ৪টে নাগাদ মিসাইল ছোঁড়ে উত্তর কোরিয়া। এমনটা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, আমেরিকার উপর চাপ তৈরি করতেই এই উৎক্ষেপণ কিমের দেশের। আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার লড়াই বহুদিনের। তার মধ্যে দক্ষিণ কোরিয়া বন্দরে মার্কিন নৌসেনার সাবমেরিনের অবস্থানকে অস্তিত্ব সংকট হিসেবে দেখছে  পিয়ংইয়ং।

Advertisement

[আরও পড়ুন: রকেট থেকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, আমেরিকা যেন ইউক্রেনের ‘গৌরী সেন’]

এই বিষয়ে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং উত্তর কোরিয়ার এই কাজের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, “এটা ভয়ঙ্কর। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার পারস্পরিক সহযোগিতা দৃঢ় করা জন্যই সাবমেরিনটিকে পাঠানো হয়েছিল।কাউকে নিশানা করা হয়নি।”

প্রসঙ্গত, উত্তর কোরিয়া আর রহস্য যেন সমার্থক! কখন কী ভেলকি দেখাবেন একনায়ক কিম, তা নিয়ে মার্কিন গোয়েন্দারা সবসময় উদ্বিগ্ন। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, গোপনে নতুন ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করে ফেলেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

[আরও পড়ুন: ‘মানবিক’ আমেরিকার ‘অমানবিক’ হাতিয়ার! ক্লাস্টার বোমা ব্যবহার করে বিতর্কে ইউক্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement