Advertisement
Advertisement
North Korea

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়া, জলমগ্ন এলাকায় স্পিড বোটে হাজির কিম

জরুরি বৈঠক ডেকে গোটা পরিস্থিতির তদারকি করছেন রাষ্ট্রপ্রধান কিম।

North Korea hit by flooding, Kim Jong Un inspects affected areas

ছবি- রয়টার্স

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 31, 2024 4:22 pm
  • Updated:July 31, 2024 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বর্ষণে ভাসছে উত্তর কোরিয়া। চিন সীমান্তবর্তী
সিনুইজু এবং উইজু কাউন্টি দুটিতে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে দুদিনের জরুরি বৈঠক ডেকে গোটা পরিস্থিতির তদারকি করছেন রাষ্ট্রপ্রধান কিম জন উন। স্পিড বোটে চেপে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন তিনি।  

বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর কোরিয়ার নানা এলাকা। কিন্তু গত সপ্তাহের শেষে তাণ্ডব দেখায় ঝড় গায়েমি। যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ে। কয়েকটি এলাকায় ভূমিধস নামে। বুধবার সেদেশের সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, সিনুইজু, উইজু কাউন্টি-সহ বহু শহর প্লাবিত হয়েছে। এই কাউন্টির প্রায় ৪ হাজার বাড়ি জলের তলায় চলে গিয়েছে। প্রায় সাড়ে ৭ হাজার একর কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপন্ন জনজীবন। এই দুর্যোগের পরিস্থিতিতে দুদিনের জরুরি  বৈঠক ডাকেন কিম। দুর্গতদের উদ্ধারে জোর কদমে কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

Advertisement

[আরও পড়ুন: ইরান প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে হাজির নীতীন গড়করি, পেজেস্কিয়ানকে শুভেচ্ছা মোদির

রয়টার্স সূত্রে খবর, দেশের রাজধানী পিয়ংইয়ং থেকে শুরু করে বন্যা কবলিত বিভিন্ন এলাকা স্পিড বোটে চেপে ঘুরে দেখছেন কিম। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে হিসেব-নিকেশ করছেন। দ্রুত সব ধরনের জরুরি ব্যবস্থাপনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। প্রত্যেক বছর এসময় বর্ষাকাল থাকে উত্তর কোরিয়ায়। গায়েমি ঝড়ের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়াতেও। সেখানেও ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে বিপর্যস্ত সেদেশও। ক্ষতিগ্রস্ত বিভিন্ন রাস্তাঘাট। ভেঙে গিয়েছে বহু বাড়ি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement