সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে। লিখেছিলেন সুকুমার রায়। এই ছড়ার কথা মনে পড়ে যায় উত্তর কোরিয়ার (North Korea) কথা ভাবলেই। সেখানে রয়েছেন একনায়ক কিম জং উন (Kim Jong Un)। কয়েকদিন আগেই ফরমান জারি হয়েছিল, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। এবার জানা গেল কিম রাজার নয়া নির্দেশের কথা। টিভিতে হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে সেই শিশুটিকে পাঁচ বছরের জন্য যেতে হবে জেলে! আর তার মা-বাবাকে ৬ মাস থাকতে হবে বন্দি শিবিরে। এমনই চোখ কপালে তোলা নির্দেশ দিয়েছেন কিম।
পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একজন দক্ষিণ কোরিয়ানের মতো আচরণ করতে দেখলেই সটান ৬ মাসের জন্য জেলে পাঠানো হবে। সে শিশু হোক বা তাদের মা-বাবা। আর হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে পড়তে হবে আরও কড়া শাস্তির মুখে। এর আগেও এই ধরনের ‘অপরাধ’ করলে পড়তে হত কিমের রক্তচক্ষুতে। কিন্তু এতদিন কড়া হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হত। এবার একেবারে হাজতবাসের বন্দোবস্ত। তবে সবক্ষেত্রে হুঁশিয়ারি নয়, করা হত কড়া পদক্ষেপও। এর আগে জানা গিয়েছিল, দক্ষিণ কোরিয়ার ড্রামা শো দেখা ও তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের অমানবিক মানসিকতার কথা সারা বিশ্ব জানে। করোনাকালে অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাওয়ায় প্রচুর মানুষ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেন। সেই সময় তাঁদের আধপেটা খেতে দিয়ে এতটাই পরিশ্রম করানো হচ্ছিল যে কিছুদিনের মধ্যেই প্রাণ হারাচ্ছিলেন ওই মানুষগুলি। এরপর তাঁদের মৃতদেহগুলি মাটি চাপা দিয়ে জৈব সার তৈরি করে তা দিয়ে ফুল চাষ করা হচ্ছিল। মানবাধিকার ভঙ্গ করার এমন নজির বারবারই প্রকাশ্যে এসেছে। আর এই নিয়ে বহির্বিশ্বের সমালোচনাতেই ভ্রূক্ষেপ নেই কিমের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.