সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্ষেপণাস্ত্র ছুড়লেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ রবিবার এক নতুন ধরনের ইন্টার মিডিয়েট রেঞ্জের মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া৷ মিসাইলটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় উড়লেও বিশেষজ্ঞদের ধারণা মিসাইলটি ৪ থেকে ৬ হাজার কিলোমিটার পর্যন্ত উড়ান ভরতে সক্ষম৷
জাপানের দাবি উত্তর কোরিয়ার এদিনের মিসাইলটি প্রায় ৩০ মিনিট ওড়ার পর উত্তর কোরিয়ার পূর্ব উপকূল ও জাপানের মাঝামাঝি সামুদ্রিক অঞ্চলের উপর ভেঙে পড়ে৷ উল্লেখযোগ্য বিষয় হল, প্রতিবারই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পিয়ংইয়ং এই দিকটিই বেছে নেয়৷ তবে উত্তর কোরিয়ার পরীক্ষামূলক এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে দৃশ্যতই চিন্তিত জাপান ও দক্ষিণ কোরিয়া৷ সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুন জে ইন৷ ৬৪ বছরের মুন জে কিছুটা উদারপন্থী, সমাজবাদী এবং বামঘেঁষা বলেই পরিচিত৷ মুন আগেই ঘোষণা করেছিলেন, “পরমাণু বোমা হামলা চালাবে বলে উত্তর কোরিয়া যতই হুমকি দিক না কেন, আমি প্রেসিডেন্ট হলে কূটনৈতিক উপায়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করব৷ কারণ যুদ্ধ কোনও সমাধান নয়৷ একই সঙ্গে আমাদের আমেরিকা নির্ভরতা কমাতে হবে৷”
তাঁর এই মন্তব্যের পরেই কিম জং উনের এই নয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ কোরিয়াকে কড়া বার্তা দিল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা৷ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং মার্কিন প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় কথা বলছেন তাতে সমস্যা বাড়বে বই কমবে না, বরং আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করতে হবে বলে মনে করেন মুন জে৷ এদিন নয়া ক্ষেপণাস্ত্র সম্পর্কে মার্কিন প্যাসিফিক কমান্ড দাবি করেছে, গত ফেব্রুয়ারিতে যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেন কিম, এদিনের মিসাইলটি তারই আপগ্রেডেড ভার্সন৷ হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত নয়া মিসাইলের পাল্লা, মনে করছেন সিওলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷ তবে তাঁরা এটাও জানিয়েছেন, যে এদিনের মিসাইলই ইন্টার কন্টিনেন্টাল মিসাইল বা অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়৷ কারণ, ওই ধরনের মিসাইলের পাল্লা হয় ন্যূনতম ৬০০০ কিলোমিটার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.