Advertisement
Advertisement
North Korea

বিদেশি নাটক দেখার শাস্তি, ৩০ কিশোরকে প্রকাশ্যে গুলি করে মারা হল কিমের দেশে

'শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে!'

North Korea Executed 30 Teenagers for Watching South Korean Dramas
Published by: Amit Kumar Das
  • Posted:July 15, 2024 4:30 pm
  • Updated:July 15, 2024 5:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে’, একথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায় উত্তর কোরিয়ার জন্য। নৃশংসতা, নিষ্ঠুর আইন-কানুনের জন্য মাঝে মধ্যেই সংবাদ শিরোরামে উঠে আসে কিম জন উনের দেশ। এবার ভয়াবহতা ছাপিয়ে গেল সব কিছুকে। বিদেশি নাটক দেখার ‘অপরাধে’ প্রকাশ্যে গুলি করে খুন করা হল ৩০ জন কিশোরকে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছে গোটা বিশ্ব।

দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, নিয়ম কানুনের ব্যাপক কড়াকড়ির জেরে বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন উত্তর কোরিয়া। তবে নিয়মের ফাঁক গলে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া থেকে মাঝে মধ্যেই উত্তর কোরিয়াতে পাচার হয় নানা ধরনের বিদেশি ভিডিও। তেমনই বিদেশি নাটকের ভিডিও দেখতে গিয়ে ধরা পড়েছিল ওই ৩০ জন কিশোর। একনায়ক কিমের বিচারে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় ৩০ জনকে। এর পরই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: ‘ইচ্ছাকৃত ওজন কমাচ্ছেন কেজরি’, আপের আশঙ্কার পালটা জবাব তিহাড় কর্তৃপক্ষের]

এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার এক আধিকারিক এই নৃশংসতার কথা তুলে ধরে জানান, ”উত্তর কোরিয়াতে এমন ৩টি আইন রয়েছে যাকে ‘কালো আইন’ হিসেবে দেখা হয়। এর মধ্যে অন্যতম হল উত্তর কোরিয়ার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে নিয়মের বেড়াজাল। কোনওভাবে নিয়ম ভাঙলে ভয়ংকর শাস্তি দেওয়া হয় ‘অপরাধীকে’।” ওই আধিকারিক জানান, নিজেদের সংস্কৃতির মধ্যে বহির্বিশ্বের কণামাত্র ছোঁয়া যাতে না লাগে তার জন্য তার জন্য সতর্ক কিম দক্ষিণ কোরিয়া-সহ যে কোনও বিদেশি কনটেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিয়ম লঙ্ঘন করার অপরাধেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল ওই ৩০ কিশোরকে।

[আরও পড়ুন: প্রজনন হারে কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে দেশের ৫ রাজ্য, তালিকায় কারা?]

উল্লেখ্য, পোশাক থেকে শুরু করে চুলের ছাঁট সব কিছুতেই অদ্ভুত সব নিয়ম কানুনের জন্য প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসেন উত্তর কোরিয়ার একনায়ম কিম জন উন। গত বছর দেশের তরুণদের উদ্দেশে তিনি নির্দেশিকা জারি করেছেন ‘শ্রদ্ধেয় বাবা’ বলে ডাকতে হবে তাঁকে। বিদ্ঘুটে সব আইন-কানুনে বিন্দুমাত্র নড়চড় হলেই সেখানে জনগণের উপর নেমে আসে শাস্তির খাঁড়া। সেই শাস্তি যে কত ভয়াবহ হতে পারে ফের সেটাই দেখাল একনায়ক কিম।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement