Advertisement
Advertisement
পাকিস্তান

সত্যি কি ধ্বংস হয়েছে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান? মার্কিন রিপোর্ট ঘিরে তুঙ্গে জল্পনা

প্রশ্ন তুলল মার্কিন ম্যাগাজিন ‘ফরেন পলিসি’র একটি প্রতিবেদন৷

None of Pakistan's F-16 fighter jets found missing : Report
Published by: Tanujit Das
  • Posted:April 5, 2019 5:13 pm
  • Updated:April 5, 2019 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৭ ফেব্রুয়ারি মাঝ আকাশের সম্মুখ সমরে সত্যি কি ধ্বংস হয়েছে পাক বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান? এবার এই প্রশ্ন তুলল মার্কিন ম্যাগাজিন ‘ফরেন পলিসি’র একটি প্রতিবেদন৷ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের একটিও এফ-১৬ যুদ্ধবিমান নষ্ট হয়নি৷ তাঁদের বায়ুসেনার অস্ত্রাগারে একটিও যুদ্ধবিমান কমেনি৷

[ আরও পড়ুন: বিলুপ্তির মুখে সমুদ্রতলের প্রবাল প্রাচীর, গ্রেট বেরিয়ার রিফের ৯০% নষ্ট ]

Advertisement

পুলওয়ামা কাণ্ডের প্রতিশোধ নিতে গত ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরে ও পাকভূমিতে ঢুকে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিদের তিনটি প্রশিক্ষণ ঘাঁটি৷ এরপরের দিনই ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে পাক বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে ভারতীয় বায়ুসেনা৷ পাক বায়ুসেনাকে ধাওয়া করে ভারতের মিগ-২১ বাইসন যুদ্ধবিমান৷ এবং পাকিস্তানে ঢুকে আটক হন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতের তরফে দাবি করা হয়, ওইদিন আকাশপথের যুদ্ধে ধ্বংস হয় পাক সেনার যুদ্ধবিমান এফ-১৬৷ যদিও পাক সেনার তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়৷ কিন্তু নিজের দাবিতে অনড় থেকে নয়াদিল্লির তরফে অভিযোগ করা হয়, সীমান্ত অতিক্রম করে ভারতের মিলিটারি ইনস্টলেশনকে টার্গেট করেছে পাকিস্তান৷ যা সরাসরি যুদ্ধের আহ্বান করার সমান৷ পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার কাছেও অভিযোগ জানায় নয়াদিল্লি৷

[ আরও পড়ুন:  লাদেনকে সাহায্যকারী ইজাজ শাহকে মন্ত্রী করল ইমরানের সরকার ]

এবরা এই বিষয়টি নিয়েই মুখ খুলেছে মার্কিন ম্যাগাজিন ‘ফরেন পলিসি’৷ ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘মার্কিন প্রতিনিধিরা পাকিস্তানের হাতে থাকা প্রতিটি এফ-১৬ যুদ্ধবিমান গুনে দেখেছেন৷ এবং তাতে দেখা গিয়েছে পাকিস্তানের সবকটি এফ-১৬ যুদ্ধবিমান অক্ষত অবস্থায় রয়েছে।’’ মার্কিন প্রতিবেদনের এই মন্তব্যই সরাসরি ভারতের দাবির বিরোধী বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানা চালায় জইশ-ই-মহম্মদ৷ যাতে শহিদ হন ৪৯ জন সিআরপিএফ জওয়ান। এরপরই তুমুল উত্তেজনা তৈরি হয় ভারত-পাকিস্তানের মধ্যে৷ কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়৷ প্রতিশোধস্পৃহায় ফুটতে থাকে গোটা দেশ৷ এমন পরিস্থিতিতে গত ২৬ ফেব্রুয়ারি পাকভূমিতে ঢুকে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় জঙ্গিদের তিনটি প্রশিক্ষণ ঘাঁটি৷ এরপরের দিনই ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে পাক বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement