সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে প্রথম বার। ব্রিটিশ (Britain) রাজার রাজ্যাভিষেকে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন খ্রিস্টান ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী নেতারা। আয়োজকদের তরফে জানানো হয়েছে- মুসলিম, হিন্দু,শিখ, বৌদ্ধ ও জৈন নেতারা সক্রিয় ভূমিকা নেবেন রাজ্যাভিষেকের প্রক্রিয়ায়। জানা গিয়েছে, অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ করবেন হিন্দু ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। প্রসঙ্গত, ধর্মপ্রাণ খ্রিস্টান হিসাবেই বরাবর পরিচিত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (King Charles III)।
আগামী ৬ মে রাজ্যাভিষেক হবে ব্রিটিশ রাজার। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। বরাবরের প্রথা অনুযায়ী খ্রিস্টান ধর্মের আদর্শ অনুযায়ী দেশকে রক্ষার করার শপথ নেবেন রাজা তৃতীয় চার্লস। দেশের পাশাপাশি চার্চ অফ ইংল্যান্ডের আদর্শকে অক্ষুণ্ণ রাখাতেও অঙ্গীকার করবেন তিনি। গোটা রাজ্যাভিষেক প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন আর্চবিশপ অফ ক্যান্টারবেরি, জাস্টিন ওয়েলবি।
রবিবার জাস্টিনের দপ্তর থেকে রাজ্যাভিষেকের সমস্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। সেখানেই বলা হয়েছে, রাজ্যাভিষেক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ব্রিটেনের অখ্রিস্টান নেতারা। ব্রিটেনের রাজা হিসাবে চার্লস শপথ নেওয়ার পর তাঁর উদ্দেশে বিশেষ বার্তা দেবেন নেতারা। আলাদা ধর্মে বিশ্বাসী হলেও সামাজিক কল্যাণের কথা ভেবে তাঁরা একত্রিত ভাবে কাজ করবেন, এমনই বার্তা দেবেন নেতারা।
শুধু তাই নয়, ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউজ অফ কমন্সের অখ্রিস্টান সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে অনুষ্ঠানে। সদ্য অভিষিক্ত রাজাকে রাজকীয় রোব পরিয়ে দেবেন তাঁরা। এছাড়াও ঐতিহ্যবাহী সোনার ব্রেসলেট পরিয়ে দেবেন রাজার হাতে। অনুষ্ঠানে বাইবেল থেকে গুরুত্বপূর্ণ পাঠ করবেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হামজা ইউসুফ। পশ্চিমি দুনিয়ায় এই প্রথম কোনও মুসলিম ব্যক্তি রাষ্ট্রনেতা নির্বাচিত হয়েছেন।
বরাবর ধর্মপ্রাণ খ্রিস্টান হিসাবেই পরিচিত রাজা চার্লস। তবে অন্য ধর্মের প্রতি তাঁর আগ্রহ ছিলই। সেই কথা মাথায় রেখেই তাঁর রাজ্যাভিষেকে নানা ধর্মাবলম্বী ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত থেকেও বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ দিনে পারফর্ম করবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.