Advertisement
Advertisement

ডিলান ‘অভদ্র ও উদ্ধত’, ক্ষোভ নোবেল কমিটির

সুইডিশ অ্যাকাডেমির এক সদস্য তাই ডিলানকে ‘অভদ্র ও উদ্ধত’ বলেই ক্ষোভ প্রকাশ করেছেন৷

Nobel academy slams Dylan as 'impolite and arrogant'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 2:16 pm
  • Updated:January 27, 2020 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্যে তাঁর নোবেলপ্রাপ্তি নিয়ে সারা বিশ্ব উত্তাল৷ কিন্তু কোনও সাড়া নেই খোদ প্রাপকের থেকেই৷ বব ডিলানের এই ব্যবহারে যারপরনাই ক্ষুব্ধ নোবেল কমিটি৷ সুইডিশ অ্যাকাডেমির এক সদস্য তাই ডিলানকে ‘অভদ্র ও উদ্ধত’ বলেই ক্ষোভ প্রকাশ করেছেন৷

তাঁর গীতি-কাব্যকে সাহিত্যের মর্যাদা দিয়েছে নোবেল কমিটি৷ কিন্তু আশ্চর্যজনকভাবে এ নিয়ে একটি বাক্যও খরচ করেনি কিংবদন্তি গায়ক৷ যেদিন এই ঘোষণা করা হয় সেদিনই লাস ভেগাসে একটি কনসার্ট করছিলেন তিনি৷ সেখানেও এ নিয়ে কোনও কথা বলেননি তিনি৷ সে তো ছাড়, শোনা যাচ্ছে, কমিটির ফোন তিনি ধরেননি এবং কোনও জবাবও দেননি তিনি৷ প্রকাশ্যে এ নিয়ে কোনও বিবৃতিও দেননি৷ তাঁর এই উদাসীনতার অন্য অর্থও খুঁজেছেন অনেকে৷ ডিলান নোবেল প্রত্যাখ্যান করছেন বলেও খবর চাউর হয়েছিল৷ কিন্তু কোনও কিছুরই কোনও সত্যতা নিশ্চিত করা যায়নি, যেহেতু ডিলান এ নিয়ে কিছু বলেননি৷ আর এতেই বেজায় চটেছেন কমিটির সদস্যরা৷ ডিলানের এই আচরণকে সুইডিশ লেখক পার ওয়াস্টবার্গ তাই অভদ্র ও উদ্ধত বলেই ব্যাখ্যা করেছেন৷ তাঁর মতে ডিলানের নীরবতাই এই অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement