Advertisement
Advertisement

Breaking News

Melania Trump

কান ঘেঁষে বেরিয়ে গেল মৃত্যু! ট্রাম্পের ভয়ংকর বিপদে কোথায় স্ত্রী মেলানিয়া?

এই প্রথম নয়। টাকার বিনিময়ে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে যৌন কেলেঙ্কারি নিয়ে মুখ বন্ধ রাখার হুঁশিয়ারি মামলাতেও ট্রাম্পের পাশে ছিলেন না মেলানিয়া।

No presence or messege of Melania Trump even during deadly attack on husband Donald Trump
Published by: Sucheta Sengupta
  • Posted:July 14, 2024 8:08 pm
  • Updated:July 14, 2024 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারের মাঝে নেমে এসেছিল ভয়াবহ বিপদ। যেন সাক্ষাৎ শমন! স্রেফ বরাতজোরে কান ঘেঁষে বেরিয়ে গেল মৃত্যু। রবিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এই প্রাণঘাতী হামলার খবর ছড়িয়ে পড়তেই কার্যত তোলপাড় হয়ে ওঠে গোটা বিশ্ব। রক্তাক্ত ট্রাম্পের ছবি একেবারে আলোর গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সকলেই তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে ওঠেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রায় সব রাষ্ট্রপ্রধানই এনিয়ে বিচলিত। কিন্তু স্বামীর এত বড় বিপদে কোথায় স্ত্রী মেলানিয়া? তাঁকে একটিবারের জন্যও দেখা যায়নি ট্রাম্পের আশেপাশে। আর তা চোখ এড়ায়নি কারও। মেলানিয়ার ভূমিকায় ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

শনিবার পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার ছিল রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের (Donald Trump)। সেখানেই তাঁর উপর হামলা চলে। কান ঘেঁষে বেরিয়ে যায় আততায়ীর গুলি। প্রাণে রক্ষা পান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এত সংকটের মাঝে স্বামীর জন্য একটি বার্তাও দেননি স্ত্রী মেলানিয়া (Melania Trump)। তাঁর এই নীরবতাই আরও রহস্যের জন্ম দিয়েছে। দাম্পত্য সম্পর্ক কি এতটাই তলানিতে যে এই বিপদেও স্বামীর পাশে নেই মেলানিয়া? এই প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই। জানা যাচ্ছে, এবার ট্রাম্পের প্রচার থেকে মেলানিয়া একেবারে শতহস্ত দূরে রয়েছেন। তিনি সন্তানদের সঙ্গে ফ্লোরিডা কিংবা নিউ ইয়র্কে (NY) ইদানিং বেশি সময় কাটান। তবে ঠিক ছিল, আগামী সপ্তাহে মেলানিয়া মিলাউইকের প্রচারে থাকবেন। সেইমতো সূচিও প্রস্তুত হচ্ছিল।

Advertisement

[আরও পড়ুন: লিঙ্কন থেকে কেনেডি, মার্কিন প্রেসিডেন্টরা বার বার নিশানা হয়েছেন আততায়ীদের]

কিন্তু ছন্দ কেটে গেল শনিবারের হামলার (Attack) ঘটনায়। বাবার জন্য ছেলেমেয়েরা অত্যন্ত উদ্বিগ্ন। সোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করে তারা ভালোবাসা জানিয়েছে। কিন্তু স্ত্রীর একটিও বার্তা নেই। শুধু এবারই নয়। টাকার বিনিময়ে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে যৌন কেলেঙ্কারি নিয়ে মুখ বন্ধ রাখার হুঁশিয়ারি মামলাতেও (Hush money) ট্রাম্পের পাশে ছিলেন না মেলানিয়া। আদালতের শুনানিতে একবারও তাঁকে দেখা যায়নি। মনে করা হচ্ছিল, স্বামীর কীর্তি মানতে না পেরেই সরে দাঁড়ান স্ত্রী। কিন্তু ট্রাম্পের এমন সংকটকালেও তিনি যে দূরেই, তা স্পষ্ট। যা তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে সমালোচনার সুযোগ বাড়িয়ে তুলল। এমনই মত ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: ৬০টি কুকুরকে ধর্ষণ করে হত্যা! পৈশাচিক অপরাধে আড়াইশো বছর জেল প্রাণীবিজ্ঞানীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement