Advertisement
Advertisement
Maldives

‘উর্দি ছেড়ে সাদা পোশাকেই মালদ্বীপে ঢুকছেন ভারতীয় সেনাকর্মীরা’, তোপ মুইজ্জুর

১০ মে-র পর আর কোনও ভারতীয় সেনাকর্মীর প্রবেশ নয় দ্বীপরাষ্ট্রে।

‘No Indian troops come May 10, not even in civilian clothing’, says Maldives President। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 5, 2024 6:26 pm
  • Updated:March 5, 2024 6:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন চিনের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে। এবার মালদ্বীপের ‘চিনপন্থী’ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু জানিয়ে দিলেন, ১০ মে-র পর আর কোনও ভারতীয় সেনাকর্মীকেই ঢুকতে দেওয়া হবে না দ্বীপরাষ্ট্রে। এমনকী, সাদা পোশাক পরেও নয়। তাঁর দাবি,ভারতীয় সেনাকর্মীরা সাদা পোশাকে মালদ্বীপে ঢুকছেন। মালদ্বীপের সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

এর আগেই মুইজ্জু জানিয়েছিলেন, ১০ মার্চে মালদ্বীপে অবস্থিত ভারতীয় সেনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যা শেষ হবে ১০ মে। এবার রীতিমতো আক্রমণাত্মক সুরে তাঁর দাবি, ওই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে আর কাউকেই মালদ্বীপে ঢুকতে দেওয়া হবে না। তাঁর এহেন মন্তব্যে পরিষ্কার, আরও বেশি করে ভারত বিরোধিতার পথে হাঁটছে মালদ্বীপ (Maldives)!

Advertisement

[আরও পড়ুন: অনাহারে বাড়ছে শিশুমৃত্যু, গাজাজুড়ে কেবলই হাহাকার, পরিস্থিতি আরও ভয়ংকর হবে বলছে WHO]

তাঁকে এদিন বলতে শোনা গিয়েছে, ”ওঁরা (ভারতীয় সেনাকর্মী) এখান থেকে যাচ্ছেন না। বরং পোশাক বদলে সাধারণ নাগরিকের পোশাকে ঢুকে পড়ছেন।” এই ধরনের আচরণ তাঁরা মানবেন না জানিয়ে মুইজ্জুর হুঁশিয়ারি, ”১০ মে পেরিয়ে গেলে কোনও ভারতীয় সেনাকর্মীকেই দেশে ঢুকতে দেওয়া হবে না। উর্দিতে নয়, সাধারণ পোশাকেও নয়।”

প্রসঙ্গত, ভারতীয় সেনাকে ‘তাড়িয়ে’ চিনের থেকে বিনামূল্যে সামরিক সাহায্য নিচ্ছে মালদ্বীপ, সেই বিষয়টি ভারতের কাছে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মালদ্বীপকে হাতে রেখে ভারত মহাসাগরে প্রভাব বাড়াচ্ছে চিন, আশঙ্কা থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মালদ্বীপকে উসকানি! মুইজ্জুর দেশকে বিনামূল্যে সামরিক সাহায্য চিনের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement