Advertisement
Advertisement

Breaking News

আগামী ৩০ বছরে হিন্দুহীন হবে বাংলাদেশ: আবুল বরকত

অনুমান বাংলাদেশী অর্থনীতিবিদ ও গবেষক ডঃ আবুল বরকতের৷

No Hindus will be left in Bangladesh after 30 years, says researcher
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 5:57 pm
  • Updated:November 20, 2016 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ বছরে বাংলাদেশে কোনও হিন্দু ধর্মাবলম্বী মানুষের অস্তিত্ব থাকবে না৷ এমনটাই অনুমান বাংলাদেশের অর্থনীতিবিদ ও গবেষক ডঃ আবুল বরকতের৷ গত ৪৯ বছরে বাংলাদেশে কমতে থাকা হিন্দুদের সংখ্যার বিচার-বিশ্লেষণ করে তিনি এই অনুমান করেছেন৷ নিজের সদ্য প্রকাশিত বই ‘পলিটিক্যাল ইকোনমি অফ রিফর্মিং এগ্রিকালচার-ল্যান্ড-ওয়াটার বডিজ ইন বাংলাদেশ’-এও এই কথা জানিয়েছেন বাংলাদেশি গবেষক৷

বাংলাদেশের এক সংবাদপত্রকে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেছেন,  ১৯৬৪ সাল থেকে ২০১৩ সালের মধ্যে প্রায় ১ কোটি ১৩ লক্ষ হিন্দু বাংলাদেশ ছেড়েছেন৷ সেই হিসেব অনুযায়ী প্রতিদিন প্রায় ৬৩২ জন হিন্দু বাংলাদেশ ত্যাগ করছেন৷ বছরে এই সংখ্যাটা ২,৩০,৬১২৷ তাঁর মতে,  এই হিসেব ধরলে আগামী তিন দশকে বাংলাদেশে কোনও হিন্দুর বাস থাকবে না৷

Advertisement

বাংলাদেশের হিন্দুদের কমতে থাকা সংখ্যা নিয়ে মন্তব্য করেছেন অধ্যাপক অজয় রায়ও৷ তিনি বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে যে পরিমানে হিন্দুদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, বর্তমান বাংলাদেশ সরকারের অধীনেও সেই একই পরিমান জমি বাজেয়াপ্ত করা হয়েছে৷ সংখ্যালঘু হিন্দুদের হয়ে সওয়াল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদও৷ তিনি বলেন, সরকারকেই এই মামলায় হস্তক্ষেপ করতে হবে এবং বাংলাদেশি হিন্দুদের সুরক্ষিত পরিবেশ দিতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement