সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন মাসুদ পেজেস্কিয়ান। মঙ্গলবার তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। পাশাপাশি বন্ধু দেশের নয়া প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত মে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সেই ঘটনায় পর নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন পড়ে সেখানে। চলতি মাসের শুরুতে ইরানের নির্বাচনে কট্টরপন্থী সইদ জালিলিকে পরাজিত করে জয়ী হন মাসুদ পেজেস্কিয়ান। নির্বাচন শেষ হওয়ার ৩ সপ্তাহ পর ইরানের নয়া প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিলেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পেজেশকিয়ানকে অভিনন্দন জানান ভারতের প্রতিনিধি নীতীন। নয়া প্রেসিডেন্টের সঙ্গে তাঁর করমর্দনের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
পাশাপাশি বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নীতীন গড়কড়ির এই সফরে ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও চাবাহার বন্দরের উন্নয়নে ভারতের সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে দুই দেশের। চাবাহার বন্দরের মাধ্যমে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে ভারত ও ইরান। পাশাপাশি আফগানিস্তান-সহ মধ্য এশিয়ার দেশগুলির পাশাপাশি বিশ্ববাণিজ্যে চাবাহার বন্দরের গুরুত্ব নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে দুই রাষ্ট্রের। এর পাশাপাশি সোশাল মিডিয়ায় এক বার্তাও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। তিনি লেখেন, ‘পারস্পরিক সহযোগিতা মাধ্যমে দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।’
উল্লেখ্য, ১৯৫৪ সালের সেপ্টেম্বরে ইরানের মাহাবাদে জন্ম মাসুদ পেজেস্কিয়ানের। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি পেশায় হৃদরোগের চিকিৎসক মাসুদ। ২০০৮ সাল থেকে ইরান পার্লামেন্টের সদস্য তিনি। পাশাপাশি পার্লামেন্টে ডেপুটি স্পিকারের দায়িত্বও সামলেছেন তিনি। মধ্য প্রাচ্যের টালমাটাল পরিস্থিতির মাঝে ইরানের প্রেসিডেন্ট পদে বসে তাঁর ভূমিকা কী হবে সেদিকেই নজর রয়েছে বিশ্বের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.