সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের জেল থেকে মুক্তি পেতে চলেছেন বিকিনি কিলার চার্লস শোভরাজ। এই খবর প্রকাশ হতেই সিরিয়াল কিলারের জীবনের নানা দিক ঘিরে চর্চা শুরু হয়েছে। তার মধ্যে অন্যতম হল কুখ্যাত চার্লসের (Charles Sobhraj) বিবাহিত জীবন। বয়সে অনেক ছোট নিহিতা বিশ্বাসের সঙ্গে চার্লসের বিয়ে ঘিরে আগেও একাধিকবার চর্চা হয়েছে। ২০০৮ সালে বিয়ে হয় দু’জনের। অসম বয়সের এই বিয়ে ঘিরে জল্পনার অন্ত নেই।
১৯৭৫ সালে কাঠমান্ডুতে আমেরিকার দুই পর্যটককে খুনের মামলায় শোভরাজকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছিল নেপালের আদালত। ২০০৩-এ ফ্রান্স থেকে নেপালে ফিরতেই গ্রেপ্তার করা হয় তাকে। তারপর থেকে প্রায় ১৯ বছর ধরে জেলে রয়েছে সে। দীর্ঘদিন বন্দি থাকার পর মুক্তির আবেদন করে শোভরাজ। বিবিসি সূত্রে খবর, বুধবার ৭৮ বছরের বিকিনি কিলারের (Bikini Killer) মুক্তির আবেদনের শুনানি হয় নেপালের সুপ্রিম কোর্টে। বয়স, স্বাস্থ্য এবং জেলে ভাল ব্যবহারের কথা মাথায় রেখে শোভরাজের আবেদন মঞ্জুর করে আদালত।
জেলে থাকার সময়েই পরিচয় হয় নিহিতা (Nihita Biswas) ও চার্লসের। কুখ্যাত অপরাধীর দোভাষী হিসাবেই জেলে যাতায়াত শুরু করেন নিহিতা। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান দু’জনেই। সেই সময় শোভরাজের বয়স ৬৪। আর নিহিতা সদ্য কুড়ি পেরিয়েছেন। কিন্তু তাঁদের প্রেমের পথে বয়স কোনও বাধা তৈরি করতে পারেনি। নিহিতা সাফ জানিয়ে দিয়েছিলেন, চার্লস কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
অন্যদিকে চার্লসও জানিয়েছিলেন, প্রথম দেখাতেই নিহিতার প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। ২০০৮ সালে জেলবন্দি অবস্থাতেই বিয়ে করেন চার্লস- নিহিতা। বয়সে বড় আন্তর্জাতিক ক্রিমিনালকে বিয়ে করে রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন এই নেপালি তরুণী। এরপর ২০১২ সালে রিয়্যালিটি শো বিগ বসে অংশ নেন নিহিতা। যদিও সেখানে জিততে পারেননি তিনি। জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরবেন চার্লস, অপেক্ষায় রয়েছেন নিহিতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.