সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার (Nigeria) ডিফেন্স চিফ অফ স্টাফের আমন্ত্রণে সেদেশে গিয়েছিলেন হ্যারি ও মেগান। আর সেই সফরের পরই দেশের ফার্স্ট লেডি ওলুরেমি তিনুবু এক সাহসী ভাষণে আক্রমণ করলেন স্বল্প পোশাক পরা হলিউডের সেলেবদের।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর স্ত্রী নিজেও সেনেটর। স্বামীর মসনদে বসার এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। আর সেখানেই তাঁকে দেখা গেল বিস্ফোরক মেজাজে। তিনুবুকে নাইজেরিয়ার কিশোরী ও সদ্য তরুণীদের উদ্দেশে বলতে শোনা যায়, ”মার্কিন সেলেবদের নকল করতে গিয়ে নিজেদের স্বকীয়তা নষ্ট কোরো না।” এর পরই তিনি বলেন, ”আমরা যেন আমাদের শিশুদের রক্ষা করতে পারি। আমরা দেখেছি ওরা কেমন পোশাক পরে। আমাদের মেট গালা নেই। সর্বত্রই নগ্নতা এবং পুরুষরা সকলেই পোশাকে সুসজ্জিত। ওদের বলে দিও আমাদের সংস্কৃতিতে নগ্নতার কোনও স্বীকৃতি নেই। এটা মোটেই ভালো নয়।”
এহেন মন্তব্যের পাশাপাশি মেগান মর্কেলকে (Meghan Markle) নিয়েও তিনি মন্তব্য করেছেন, তাঁর কথায়, ”মেগান কেন আফ্রিকায় এসেছিলেন? এমন কিছুর জন্য, যেটা আমরা ঘরে নিয়ে যাই। আমরা জানি আমরা কী। তোমরা কে, সেই পরিচয়টা হারিও না।” নাইজেরিয়ার মেয়েদের সম্পর্কে তাঁর মন্তব্য, ”ওরা সকলেই সুন্দর। কিন্তু ওদের আত্মবিশ্বাসী হতে হবে।”
প্রসঙ্গত, মেগানের প্রথম নাইজেরিয়ায় আনুষ্ঠানিক সফরে পোশাক নিয়ে বিতর্ক হয়েছে। এমন কথাও ওঠে, উনি একটু বেশিই ত্বক দেখিয়েছেন। উল্লেখ্য, মেগানের একটি পোশাক ছিল পিঠখোলা, যাকে ‘উইন্ডসর গাউন-ব্লাশ’ বলে। এই পোশাকটি তৈরি করেছেন ক্যালিফোর্নিয়ার ডিজাইনার হেইদি মারিক। প্রচারের সমস্ত আলো গিয়ে পড়েছিল মেগানের গাউনে। আর সেই পোশাক বিতর্কের পরই নাইজেরিয়ার ফার্স্ট লেডির এহেন মন্তব্যের মধ্যে কোনও যোগ আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। একে নিছক সমাপতন বলে নারাজ অনেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.