Advertisement
Advertisement

প্রয়াত বিতর্কিত মুসলিম ধর্মগুরু, রেখে গেলেন ২০৩ সন্তান

ইসলাম ধর্মগ্রন্থ কোরানের এক্কেবারে অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন তিনি৷

Nigerian Muslim preacher with 130 wives dies at 93
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 31, 2017 9:02 am
  • Updated:January 31, 2017 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন ১৩০ জন মহিলার স্বামী মহম্মদ বেলো আবু বকর৷ রেখে গেলেন ২০৩ জন সন্তানকে৷

একশোরও বেশি মহিলাকে বিয়ে করার জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন নাইজেরিয়ার এই প্রাক্তন মুসলিম ধর্মগুরু৷ শনিবার অজানা এক রোগে মৃত্যু হয় ৯৩ বছরের আবু বকরের৷ তাঁর আত্মসহায়ক জানান, কয়েকদিন ধরে কঠিন রোগে ভুগছিলেন তিনি৷ রবিবার নিগার রাজ্যের বিদার বাসিন্দার শেষকৃত্যে অনুগামীদের ভিড় উপচে পড়েছিল৷

Advertisement

(যৌন কেলেঙ্কারিতে জড়াল পাঁচ প্রিমিয়ার লিগ ক্লাবের নাম)

ইসলাম ধর্মগ্রন্থ কোরানের এক্কেবারে অন্যরকম ব্যাখ্যা দিয়েছিলেন তিনি৷ তাঁর মতে, ইসলাম ধর্ম যত ইচ্ছে পত্নী রাখার অনুমতি দেয়৷ সেই কারণেই একের পর এক নিকা করে গিয়েছেন তিনি৷ যদিও তাঁর মতামতের বিরোধিতা করেছিলেন একাধিক মুসলিক ধর্মপ্রচারক৷ ২০০৮ সালে ধর্মগুরুরা তাঁর বিরুদ্ধে এককাট্টা হন৷ তাঁদের দাবি ছিল, ৪৮ ঘণ্টার ভিতর ৮৬ জন স্ত্রীয়ের মধ্যে ৮২ জনকে ডিভোর্স দিতে হবে আবু বকরকে৷ যদিও সেসব কথা কানে তোলেননি তিনি৷ তাঁর মতে পূণ্যের কাজ করেছেন তিনি৷ এতেই উপরওয়ালার কাছে তাড়াতাড়ি পৌঁছনো যাবে৷ আবু বকরের মতাদর্শ নিয়ে বিতর্ক থাকলেও অনেকেই তাঁর পন্থা অবলম্বন করেছেন৷ তাঁর মৃত্যুকে শোকাহত হাজার হাজার নাইজেরীয়৷

(ভিনগ্রহে প্রাণের খোঁজ পেতে আরও একধাপ এগোল নাসা)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement