Advertisement
Advertisement
Britain

ব্রিটিশ নির্বাচনে টানা চারবার জয়! চমক শেখ হাসিনার বোনঝি টিউলিপের

ব্রিটিশ রাজনৈতিক মহলের একাংশের মতে, লেবার পার্টির মধ্যে নতুন প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিমান রাজনীতিক টিউলিপ রেজওয়ান সিদ্দিক।

Niece of Seikh Hasina becomes member of Parliament in Britain for fourth time
Published by: Sucheta Sengupta
  • Posted:July 5, 2024 4:23 pm
  • Updated:July 5, 2024 4:25 pm  

সুকুমার সরকার, ঢাকা: ব্রিটেনের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন শেখ হাসিনার বোনঝি টিউলিপ রেজওয়ান সিদ্দিক। শুধু তাই নয়, ২০১৯ সালের নির্বাচনের তুলনায় তাঁর ভোটের হারও বেড়েছে। এবছর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। আর টিউলিপের ঝুলিতে এসেছে ২৩ হাজার ৪৩২ ভোট। মেয়ের জয়ে দারুণ উচ্ছ্বসিত টিউলিপের মা তথা বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এবছর ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৯ জন মহিলা প্রার্থী-সহ মোট ৩৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মা শেখ রেহানার সঙ্গে টিউলিপ। ফাইল ছবি।

৪১ বছর বয়সী টিউলিপের রাজনৈতিক কেরিয়ার অনেকদিনের। সংশ্লিষ্ট মহলের মতে, লেবার পার্টির (Labour Party) মধ্যে নতুন প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিমান রাজনীতিক টিউলিপ রেজওয়ান সিদ্দিক। ২০১৫ সালের নির্বাচনে টিউলিপ যে আসনে লড়াই করেছিলেন, তা যথেষ্ট কঠিন ছিল। তা সত্ত্বেও প্রথমবারের মতো সেই আসনটিতে লেবার পার্টি জয়লাভ করে। সেবারের ভোটে ১৫ হাজারের সামান্য বেশি ভোটে জিতেছিলেন টিউলিপ। আর এবার সেই একই আসনে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ডা. রুপা হক টানা চতুর্থবারের মতো লন্ডনের (London) ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসনে লেবার পার্টির মনোনয়নে ২২,৩৪০ ভোট পেয়ে জিতেছেন। বাংলাদেশের মোহাম্মদ হক ও রোশন আরা হকের তিন কন্যার মধ্যে রূপা হক বড়। তাঁর বাবা-মা ১৯৭০ সালে ব্রিটেনে (UK)যান। তাঁর বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়।

Advertisement

[আরও পড়ুন: ব্রিটিশ নির্বাচনে দাপট ভারতীয় বংশোদ্ভূতদের, দল হারলেও জয়ী সুনাক]

মেয়ের জয় নিয়ে শেখ হাসিনার (Sheikh Hasina) ছোট বোন শেখ রেহানার প্রতিক্রিয়া, ”আমি আসলে চাইনি যে সে রাজনীতিতে আসুক। এটা তাঁর নিজের ইচ্ছায়। আমি চাইছিলাম সে শিক্ষিকা হোক বা জজ-ব্যারিস্টার হোক বা অন্য কিছু হোক। কিন্তু এসব বাদ দিয়ে রাজনীতিতে সে চলে গিয়েছে। এখানে আমার অবদান নেই। মা হিসেবে সন্তানকে যেভাবে দেখার, আমি সেভাবেই দেখি।”

[আরও পড়ুন: সুভাষ সরকারকে প্রার্থী করায় নির্দল হয়ে ভোটে লড়াই! বহিষ্কৃত বাঁকুড়ার বিজেপি নেতা]

গত নির্বাচনে বিজয়ী রুশনারা আলি, রূপা হক ও আফসানা বেগম এবারের নির্বাচনে জিতেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ এমপি (Member of Parliament) রোশনারা আলি যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি থেকে টানা পঞ্চম মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন। ৪৯ বছর বয়সী রোশনারা আলি বটাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো ১৫,৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মূলত প্যালেস্টাইন (Palestine) ইস্যু নিয়ে বাঙালি অধ্যুষিত এই আসনে এবার চাপে পড়েন রোশনারা আলি। তাঁর বিরুদ্ধে ধর্মীয় বিভিন্ন প্রচার চালানোর অভিযোগও তোলা হয়। তবুও শেষ বিজয়ের হাসি হাসলেন রোশনারা। নির্বাচনে আরেক বাংলাদেশি (Bangladeshi) লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান ৪,৭৭৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement