Advertisement
Advertisement

Breaking News

বাস্তিল দিবসে জঙ্গি হানা, ফ্রান্সে জরুরি অবস্থা

ভিড়ে ঠাসা ২ কিলোমিটার রাস্তাজুড়ে ট্রাকে পিষে এমন হত্যালীলা নজিরবিহীন৷ বাস্তিল দিবসে রক্তাক্ত হল ফ্রান্স৷ এই হামলা আইএস জঙ্গিরা চালিয়েছে বলে সন্দেহ৷ স্বাধীনতা দিবসে ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালিয়ে বিশ্বকে চমকে দিল আইএস৷

Nice attack: France declares three days of mourning
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 15, 2016 6:37 pm
  • Updated:July 15, 2016 6:37 pm  

পার্থপ্রতিম মজুমদার, প্যারিস: ২০ টনের সাদা ট্রাকটা এসে সজোরে ধাক্কা মারল৷ রাস্তায় মুখ থুবড়ে পড়লেন অনেকে৷ ছিটকে গেলেন কেউ কেউ৷ ট্রাক থামেনি৷ পিষে দিল পথচারীদের৷ চাকার তলায় নিমেষে দলা পাকিয়ে গেল দেহগুলি৷ হাত থেকে পড়ে যাওয়া পুতুলটা অক্ষত থাকলেও তার মালকিন নিস্তার পায়নি৷ দানব ট্রাক পিষ্ট করল খুদে শিশুটিকেও৷

Nice-France-Attack

Advertisement

প্যারিসের পর এবার জঙ্গি হানার শিকার ফ্রান্সের নিস শহর৷ অস্ত্রভর্তি ট্রাক নিয়ে ৮৪ জনকে পিষে মারল জঙ্গি৷ জখম শতাধিক৷ ২০ জনের অবস্থা আশঙ্কাজনক৷ ভিড়ে ঠাসা ২ কিলোমিটার রাস্তাজুড়ে ট্রাকে পিষে এমন হত্যালীলা নজিরবিহীন৷ বাস্তিল দিবসে রক্তাক্ত হল ফ্রান্স৷ এই হামলা আইএস জঙ্গিরা চালিয়েছে বলে সন্দেহ৷ স্বাধীনতা দিবসে ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালিয়ে বিশ্বকে চমকে দিল আইএস৷ টুইটারে এমনই বার্তা লিখে বহু আইএস সমর্থক এই বর্বর হত্যাকাণ্ডের প্রশংসা করেছে৷ অন্যদিকে, এই ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ফরাসি সরকার৷ শুক্রবার একটি জরুরি বৈঠকের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস জানান, শনিবার থেকে রাষ্ট্রীয় শোকপর্ব শুরু হবে৷ গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের প্রেসিডেণ্ট, মার্কিন প্রেসিডেণ্ট বারাক ওবামা, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশ্বনেতারা৷ ফ্রান্সে জরুরি অবস্থার সময় আরও তিন মাস বাড়ানোর কথা ঘোষণা করে ফরাসি প্রেসিডেণ্ট ফ্রাঁসোয়া অলাঁদে বলেন, “এই ঘটনাকে জঙ্গি হানা বলে স্বীকার করতেই হবে৷ আমরা সন্ত্রাসের সঙ্গে যুদ্ধ করছি৷ আমাদের প্রিয় স্বাধীনতা দিবসের দিন ফ্রান্সকে এমন যন্ত্রণাভোগ করতে হল৷ বাস্তিল দিবস উদযাপনে এসেছিলেন বহু মানুষ, তাঁদের মধ্যেই অনেকে প্রাণ হারিয়েছেন৷ মৃতদের মধ্যে বহু শিশু ও মহিলাও আছেন৷” 

Nice-attack-8_web

বৃহস্পতিবার রাত এগারোটা৷ ফ্রান্সের নিসে চলছিল বাস্তিল দিবস সেলিব্রেশন৷ আতসবাজির ঝরনায় উজ্জ্বল ভূমধ্যসাগরের তীরে প্রোম দে অ্যাঙ্গলিসের রাস্তা৷ মন্ত্রমুগ্ধের মতো বাজি পোড়ানো দেখছিলেন হাজার হাজার ফরাসি৷ এত ভিড়ের আর একটা কারণ পপস্টার রিহানা৷ আতসবাজির প্রদর্শনী শেষ হলেই অ্যালিয়ান্স রিভিয়েরায় শুরু হবে রিহানার কনসার্ট৷ জঙ্গি হানায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন পপস্টার রিহানা৷ জঙ্গি হামলার পর তা বাতিল হয়৷

Nice-attack-7_web

স্বাধীনতা দিবসে তাই তুমুল উন্মাদনা ছিল নিস শহরজুড়ে৷ এর মধ্যেই একটি বিশাল ট্রাক থেকে দর্শকদের দিকে গুলি ছুটে এল৷ ট্রাকচালক তাঁদের পিষে মেরে দেহগুলি হেঁচড়ে নিয়ে গেল আরও আগে৷ সমুদ্রের গর্জন ছাপিয়ে তখন চারপাশে শুধু আতঙ্কিতদের চিৎকার৷ অনেকেই প্রাণে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দেন৷ কিছুক্ষণের মধ্যেই গুলি করে ট্রাক থামায় ফরাসি পুলিশ৷ বাধা পেয়ে ট্রাক থেকে নেমে পুলিশকে এলোপাথাড়ি গুলি করে হামলাকারী জঙ্গি৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ফরাসি-তিউনিসিয়ান বংশোদ্ভূত ৩১ বছরের ওই জঙ্গির৷ সে নিসেরই বাসিন্দা বলে জানা গিয়েছে৷ তার সঙ্গে আইএস জঙ্গিগোষ্ঠীর যোগ খোঁজা হচ্ছে৷ হামলাকারী মানসিকভাবে সুস্থ ছিলেন কি না তাও দেখছেন তদন্তকারীরা৷ হামলার পরই ফ্রান্স জুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷ আরও এক জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের৷ অন্যদিকে নিসে বসবাসকারী ভারতীয়রা সুরক্ষিত আছেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক৷ হেল্পলাইন নম্বর ৩৩-১৪০-৫০৭০৭০৷ হামলার পরেই বাতিল হয়েছে নিসের জ্যাজ উৎসব৷ এই নিয়ে গত ১৮ মাসে তিনবার জঙ্গিহানা হল ফ্রান্সে৷ জঙ্গি দমনে ফ্রান্সের পাশে থাকার আশ্বাস দিয়েছে আমেরিকা৷ সন্ত্রাসের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াই চলবেই বলে জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেণ্ট৷ নিসে হামলাকে বর্বর, কাপুরুষোচিত ঘটনা বলে উল্লেখ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement