Advertisement
Advertisement

জঙ্গি হামলা থেকে শিক্ষা, অনুমতি ছাড়া বন্দুক বিক্রি নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

দেশজুড়ে অবাধে আগ্নেয়াস্ত্র কেনাবেচায় কড়া হাতে রাশ৷

NewZealand Govt. will change its Gun law,announces PM
Published by: Sucheta Sengupta
  • Posted:March 21, 2019 12:35 pm
  • Updated:June 2, 2019 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ঘটনায় পালটে দিয়েছে অনেক কিছু৷ আর তা থেকে যথাযথ শিক্ষাও নিয়েছে নিউজিল্যান্ড৷ ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুকবাজের হামলায় ৪৯ জনের প্রাণহানির পর দেশের বন্দুক আইনে বদল আনছে প্রশাসন৷ অবিলম্বে অ্যাসল্ট রাইফেল এবং সেমি-অটোমেটিক বন্দুকের অঢেল কেনাবেচায় বসছে নিষেধাজ্ঞা৷ এক স্কুলের অনুষ্ঠানে ক্রাইস্টচার্চে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিকা আর্ডের্ন৷

NZ-PM

Advertisement

ক্রাইস্টচার্চ হামলায় ফেসবুকে উচ্ছ্বাস, দেশ থেকে বিতাড়িত আরবের যুবক

তাঁর কথায়, ‘আজ আমি ঘোষণা করছি, সবরকম মিলিটারি সেমি-অটোমেটিক রাইফেল বিক্রি নিষিদ্ধ করছি৷ অ্যাসল্ট রাইফেলেও নিষেধাজ্ঞা আনছি৷ প্রয়োজনে দ্রুত বিল এনে এটা কার্যকর হবে৷ এর ফলে কেউ ইচ্ছেমতো অস্ত্র কিনতে পারবে না৷ কিনতে হলে, পুলিশের কাছে আবেদন জানাতে হবে৷আমি নিশ্চিত, অনেকেই এমন আবেদনের আগে দু’বার ভাববেন৷’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, ম্যাগাজিন এবং বন্দুক তৈরির অন্যান্য যন্ত্রপাতি বিক্রিতেও জারি হচ্ছে নিষেধাজ্ঞা৷ ১৩ মার্চ ক্রাইস্টচার্চের সন্ত্রাসবাদী হামলায় যে আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছিল, তা যেন দেশে অবাধে বিক্রি হতে না পারে, সেই ব্যবস্থা পাকা করতে চাইছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী৷  এর জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইনসেনটিভ চালুর ব্যবস্থাও করছে আর্ডের্ন প্রশাসন৷ আগ্নেয়াস্ত্র এতদিন যাঁরা খরচ করে কিনেছিলেন, নতুন আইন চালু হলে, সেসব ফেরৎ দিতে হবে৷ এভাবেই শুরু হবে অস্ত্র উদ্ধার পর্যায়৷ আর ক্রেতাদের সমমূল্যের ইনসেভটিভ দেওয়া হবে৷ এর জন্য আলাদা বাজেট বরাদ্দ হচ্ছে৷ নিউজিল্যান্ডের অর্থে ১০০ থেকে ২০০ ডলার অস্ত্রের ইনসেনটিভের জন্য প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে৷

ফ্রান্সের পথে হেঁটে এবার মাসুদকে নিষিদ্ধ করতে তৎপর জার্মানি

প্রধানমন্ত্রী জেসিকা আর্ডের্ন জানিয়েছেন, নতুন আইনে অযাচিতভাবে কারও কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে, ৪ হাজার ডলার পর্যন্ত জরিমানার সংস্থান থাকছে৷ অস্ত্র আইনে এমন বড়সড় বদল ঘটানোয় সরকারের পাশে দাঁড়িয়েছেন বিরোধীরাও৷ জেসিকার কথায়, ‘দেশের অধিকাংশ বিরোধী দলই এই আইন বদলের পক্ষে৷ আমি অত্যন্ত খুশি এবং আত্মবিশ্বাসী যে কাজটা আমরা দ্রুত করতে পারব৷’ গত ১৩ মার্চ রাজধানী ক্রাইস্টচার্চের দুটি মসজিদ – আল নূর এবং লিনউডে নমাজ চলাকালীন রাইফেলে গুলি চালাতে চালাতে ঢুকে পড়ে এক বন্দুকবাজ৷ নির্বিচার গুলিতে ৪৯ জনকে হত্যা করে৷ এমন মর্মান্তিক ঘটনার পর নিজে সেখানকার ইসলাম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী৷ তার পরপরই দেশের অস্ত্র আইনে এমন বদল আনার ভাবনাকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ডবাসী৷
 

Christchurch shooting aftermath: New Zealand bans sale of assault, semi-automatic rifles

Read @ANI story | https://t.co/xD3CBlmyuA pic.twitter.com/jRKhsNLBEU

— ANI Digital (@ani_digital) March 21, 2019

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement