Advertisement
Advertisement

Breaking News

বিয়ে

কোলে সন্তান নিয়েই বিয়েতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, সারলেন বাগদান

এর আগে সন্তানকে নিয়েই রাষ্ট্রসংঘের অধিবেশনে গিয়েছিলেন জেসিন্ডা৷

New Zealand PM Jecinda Ardern gets engaged to her long-time partner
Published by: Sucheta Sengupta
  • Posted:May 3, 2019 6:46 pm
  • Updated:May 3, 2019 6:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোলের সন্তানকে নিয়ে রাষ্ট্রসংঘের সম্মেলনে যোগ দিয়েই বিশ্বের নজর কেড়েছিলেন৷ তারপর ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর মুসলিম মহিলাদের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়িয়েছিলেন পাশে৷ এক রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর এই সংবেদনশীল ভূমিকার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন৷ এবার জীবনের আরও এক ইনিংসের পথে পা বাড়ালেন৷ দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করছেন নিউজিল্যান্ডের ৩৮ বছর বয়সী প্রধানমন্ত্রী৷ শুক্রবার দপ্তরে ঢুকতেই তাঁর আঙুলে একটি হীরের আংটি চোখে পড়ে৷ বাগদানের আংটি? প্রশ্ন শুনেই কবুল করলেন জেসিন্ডা৷ ইস্টারের ছুটিতে বাগদান সেরেছেন৷ বিয়েও দ্রুতই৷

[আরও পড়ুন : মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জইশকে নিয়ন্ত্রণ সম্ভব? পাকিস্তানের পদক্ষেপে সংশয়]

ক্লার্ক গেফোর্ড৷ টেলিভিশন উপস্থাপক৷ ২০১২ সাল থেকে জেসিন্ডা আর্ডের্নের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক৷ গত বছর জুনে তাঁদের কন্যাসন্তানও হয়েছে৷ তার নাম নেভ তে আরোহা৷ রাষ্ট্রনেতার দায়িত্ব সামলানোর সময়ে মা হওয়ার নজির একমাত্র ছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর৷ এছাড়া সারা বিশ্বের আর কোথাও নেই৷ সেদিক থেকে জেসিন্ডা বহু খ্যাতিমান মহিলাকেও পিছনে ফেলে দিয়েছেন৷ সেবার তাঁকে দেখা যায়, কন্যাকে কোলে নিয়েই নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে৷ বক্তব্য রাখার সময় সন্তান ছিল সঙ্গী গেফোর্ডের কোলে৷ সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছিল৷ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষের, আলোচনা কেন্দ্রে উঠে এসেছিলেন জেসিন্ডা আর্ডের্ন৷

Advertisement

jecinda

আর গেফোর্ড? দেশের প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে পালন করেছিলেন গুরু দায়িত্ব৷ বাড়িতে থেকে মাতৃস্নেহের এতটুকু অভাব না রেখে কন্যাকে বড় করে তুলছিলেন৷ তাঁদের বিয়ে নিয়ে কম জল্পনা হয়নি৷ ভাবা হয়েছিল, সন্তানের জন্মের পর তার কথা ভেবে অন্তত বিবাহবন্ধনে আবদ্ধ হবেন জেসিন্ডা-গেফোর্ড৷

[আরও পড়ুন : অস্ট্রেলিয়ার রাস্তায় দেখা মিলল ত্রিনয়নী পাইথনের]

কিন্তু জল্পনাই সার৷ মোটেই তা করেননি৷ বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে জেসিকা বলতেন, এখনও ভাবেননি৷ তবে এবার ভাবনাচিন্তার পর্ব শেষ৷ ক্লার্ক গেফোর্ড, জেসিন্ডা আর্ডের্ন এবার নেভের বাবা, মা হতে চান৷ ইস্টারের ছুটিতে তাঁরা মনস্থির করে বাগদান পর্ব সেরে ফেলেছেন৷ আঙুলে হিরের আংটি তারই চিহ্ন৷ জেসিন্ডা বলছেন, গেফোর্ডকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি ভাগ্যবতী৷ জীবনের প্রতিটি পদক্ষেপে গেফোর্ড তাঁকে আগলে রেখেছেন৷ সুযোগ্য অভিভাবকের মতো সন্তানের দায়িত্ব পালন করেছেন৷ এমন নির্ভরযোগ্য সঙ্গীকে এবার স্বামীর সম্মান দিতে চান জেসিন্ডা৷ তবে বিয়ে কবে, তা এখনও অজানা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement