Advertisement
Advertisement
New York Supreme Court

ভ্যাকসিন না নেওয়ায় ছাঁটাই কর্মীদের পুনর্বহাল, পাওনা মেটানোর নির্দেশ নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের

চলতি বছরে শুরুতে নিউ ইয়র্কের মেয়রের এক নির্দেশে কাজ হারান শহরের ১৭০০ কর্মী।

New York Supreme Court reinstates all employees fired for being unvaccinated
Published by: Kishore Ghosh
  • Posted:November 11, 2024 9:00 pm
  • Updated:November 11, 2024 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্ক শহরের সেই সমস্ত কর্মীকে সংশ্লিষ্ট পদে পুনর্বহাল করতে হবে, কোভিডের টিকা না নেওয়ার ‘অপরাধে’ যাঁদের ছাঁচাই করা হয়েছিল। এইসঙ্গে তাঁদের পাওনা বেতন মেটানোরও নির্দেশ দিল নিউ ইয়র্ক প্রদেশ সুপ্রিম কোর্ট।

প্রদেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, “কোভিডের টিকা নিলেই কোনও ব্যক্তি সংক্রমিত হবেন না কিংবা সংক্রমণ ছড়াবেন না, এমন নিশ্চয়তা নেই।” অতএব, কেবলমাত্র টিকা না নেওয়ার কারণ দর্শিয়ে তাঁদের ছাঁটাই কার্যত অযৌক্তিক এবং অন্যায়। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে শহরের মেয়র এরিক অ্যাডামস সাফ জানান, টিকা না নেওয়ায় বরখাস্ত হওয়া কর্মীদের পুনরায় নিয়োগ দেবেন না তাঁর দপ্তর।

Advertisement

চলতি বছরের শুরুতে নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র বিল দে ব্লাসিও একটি নির্দেশ জারি করেন। সেখানে বলা হয়েছিল, শহরের কর্মীদের জন্য টিকাকরণ বাধ্যতামূলক। এর পরেই ১, ৭০০ জন কর্মীর চাকরি যায়। এঁদের অধিকাংশই পুলিশ এবং দমকলের কর্মী। এর প্রতিবাদ করেন, দমকল বাহিনীর সাধারণ কর্মী সংগঠনের প্রেসিডেন্ট অ্য়ান্ড্রু আন্সব্রো এবং দমকল বাহিনীর অফিসারদের সংগঠনের প্রেসিডেন্ট জেমস ম্যাকার্থি। কেবলমাত্র অ্যাথেলিট এবং পারফর্মারদের জন্য টিকার নিয়ম শিথিল হওয়ায় দাবি ওঠে, ব্যতিক্রমী এই নিয়ম সমস্ত নিউ ইয়র্কবাসীদের জন্যই লাগু হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement