সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ক্ষমতায় কে আসবেন কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প, তার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং কূটনৈতিক অঙ্ক কোন দিকে বাঁক নেবে। এর মধ্যেই নয়া প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করলেন বেঞ্জামিন নেতনিয়াহু। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হলেন ইজরায়েল কাটজ।
এর আগে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন ইয়োয়াভ গ্যালান্ট। সাম্প্রতিক সময়ে তার কাজে খুশি ছিলেন না নেতানিয়াহু। গাজা এবং লেবাননে ইজরায়েলি হামলা নিয়েও দ্বন্দ্ব ছিল নেতানিয়াহু-গ্যালান্টের মধ্যে। গত অগস্টে গ্যালান্ট বলেন, গাজায় সামরিক অভিযান চালিয়েও হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে কি না, সে বিষয়ে তিনি সন্দিহান। সে সময়ই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পরে প্রকাশ্যে যুদ্ধবিরতির পক্ষেও মত প্রকাশ করেছিলেন তিনি। এর পরিণতিতে বদলে গেল ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গ্যালান্টের জায়গায় এলেন ইজরায়েল কাটজ।
এর আগে বিদেশমন্ত্রক-সহ একধিক গুরু দায়িত্ব সামলেছেন কাটজ। ১৯৫৫ সালে ইজরায়েলের আশকেলনে শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে সেনায় যোগ দেন। ১৯৭৭ সালে সেই কাজ ছেড়ে প্যারাট্রুপার হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৮ সালে নেতানিয়াহুর দল লিকুদে যোগ দেন, ১৯৯৮ সালে প্রথমবার সাংসদ হন। নেতানিয়াহুর ইচ্ছায় ২০১৯ সালে বিদেশ মন্ত্রকের দায়িত্ব পান কাটজ। এবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হলেন সামলেছেন কাটজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.