Advertisement
Advertisement

Breaking News

COVID-19

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার, সকলকে মাস্ক পরার পরামর্শ

জুন মাসে সংক্রমণের হার সর্বোচ্চ হতে পারে বলে আশঙ্কা।

New Covid wave hits Singapore
Published by: Biswadip Dey
  • Posted:May 19, 2024 9:28 am
  • Updated:May 19, 2024 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। নতুন করে ঢেউ ছড়াচ্ছে কোভিড-১৯। যার ধাক্কায় সিঙ্গাপুরে ৫ থেকে ১১ মে পর্যন্ত সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯০০ জন! শনিবার সেখানকার স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গেই আশঙ্কা প্রকাশ করেছেন, আর ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে।

কুং বলেছেন, ”আমরা সংক্রমণের গোড়ার দিকে রয়েছি, যখন তা হু হু করে বেড়ে চলেছে। এই ভাবে চললে আর ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই এটা শীর্ষে পৌঁছবে। অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে শেষদিকে।” সিঙ্গাপুরের (Singapore) স্বাস্থ্যমন্ত্রক টুইট করে জানিয়েছে, এর আগের সপ্তাহে সংক্রমিত হয়েছিলেন ১৩ হাজার ৭০০ জন। সেটাই বেড়ে ২৫ হাজার ৯০০ হয়েছে। এই পরিস্থিতিতে চারটি বিষয় খেয়াল রাখতে বলা হয়েছে সকলকে। ১)বার বার হাত ধোয়ার মতো সতর্কতা অবলম্বন করা। ২) ভিড় এলাকায় গেলে, বিশেষত যদি সংক্রমিত হওয়ার লক্ষণ থাকে, তাহলে মাস্ক পরা। ৩) অসুস্থতা থাকলে সামাজিক মেলামেশা বন্ধ রাখা, ৪) কোভিড (COVID-19) টিকা নেওয়া।

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]

কোভিড আক্রান্তদের মধ্যে বেশির ভাগেই বাড়িতে থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর আগের সপ্তাহে যেখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮১ জন, সেখানে এবার তা বেড়ে হয়েছে ২৫০। যদিও তাঁদের মধ্যে আইসিইউতে ভর্তি হয়েছেন মাত্র ৩ জন। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ২।

এদিকে করোনার রক্তচক্ষু কিন্তু দেখা গিয়েছে কলকাতাতেও। গত এক সপ্তাহে পাঁচজনের দেহে কোভিড ভাইরাস মিলেছে। পাশাপাশি মহারাষ্ট্রেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

[আরও পড়ুন: যোগ্য তো? নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement