সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধারাবাহিক বিস্ফোরণে শ্রীলঙ্কায় মৃত্যুমিছিল৷ রবিবার সকাল পৌনে ন’টা নাগাদ তিনটি গির্জা এবং তিনটি হোটেল মিলিয়ে মোট ছবার বিস্ফোরণ হয়৷ এই ঘটনায় প্রাণহানি হয়েছে ১৫৬ জনের৷ আতঙ্কের রেশ কাটতে না কাটতেই আবারও শ্রীলঙ্কার দু’টি জায়গায় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে৷ ইস্টার সানডের দুপুরের এই ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত কেউই এই ঘটনার দায় স্বীকার করেনি৷
সাধারণত শ্রীলঙ্কায় অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই বাস৷ তবু ইস্টার সানডে হওয়ায় চার্চগুলিতে এদিন ছিল সাধারণ মানুষের ভিড়ে ঠাসা৷ রবিবার সকাল পৌনে ন’টা নাগাদ তখন ওই চার্চে চলছিল প্রার্থনা৷ সেই সময় প্রথমে কলম্বোর সেন্ট অ্যান্টোনিও চার্চ শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে৷ উড়ে যায় গির্জার ছাদ৷ কিছু বুঝে ওঠার আগেই একে একে চার্চ ও হোটেল মিলিয়ে মোট পাঁচটি জায়গায় বিস্ফোরণ হয়৷ ওই ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এখনও পর্যন্ত মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন৷ বিস্ফোরণের পরই গোটা শ্রীলঙ্কাজুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ উদ্ধারকাজে নামানো হয় সেনা৷ জরুরি বৈঠকে বসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে৷ প্রথমে জরুরি অবস্থা জারি করা হয়৷ প্রতিরক্ষামন্ত্রী রাতে কারফিউ জারির পক্ষপাতী ছিলেন৷ তবে পরিস্থিতি বিবেচনা করে আপাতত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে৷ টুইটে তিনি জানান, এই ধরনের হামলা অনভিপ্রেত এবং কাপুরুষোচিত৷ নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি৷
AFP News Agency quoting police: Curfew imposed immediately ‘until further notice’. #SriLankaBlasts https://t.co/gc88ezuPvN
— ANI (@ANI) April 21, 2019
জখমদের উদ্ধারকাজ তখনও শেষ হয়নি৷ তারই মাঝে রবিবার দুপুরে আবারও জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা৷ তাতেই এখনও পর্যন্ত দু’জন মারা গিয়েছেন৷ দেশের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা করে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন তামিলনাডুর উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম৷
AFP News Agency quoting police spokesman, ‘New blast in Sri Lankan capital, two dead.’ pic.twitter.com/D1K6uS0lRV
— ANI (@ANI) April 21, 2019
AFP News Agency: Sri Lanka imposes ‘temporary’ social media ban after blasts. #SriLankaBlasts https://t.co/LbvMGiKgUh
Tamil Nadu Dy CM O Paneerselvam: AIADMK condemns this deadly attack in Sri Lanka that has happened during the Easter festival. We have been condemning violence and terrorist attack wherever it has happened. We also express our deep condolences to victims and their family members. pic.twitter.com/Ig5gp0xYEx
— ANI (@ANI) April 21, 2019
— ANI (@ANI) April 21, 2019
এদিকে, এই বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও ভারতীয়র প্রাণহানি হয়েছে কিনা, তা জানা যায়নি৷ শ্রীলঙ্কায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ টুইট করে সেকথা জানান তিনি৷ পরিস্থিতির উপর নজর রেখেছেন তিনি৷ ইতিমধ্যেই চারটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে৷ ধারাবাহিকভাবে আটটি জায়গায় বোমা বিস্ফোরণের সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি৷
Minister of External Affairs, Sushma Swaraj: Indians in distress may please contact Indian High Commission in Colombo. We will provide you all assistance. @IndiainSL Our helpline numbers are: +94777903082,+94112422788,+94112422789, +94112422789. https://t.co/yS7RF2IIPC
— ANI (@ANI) April 21, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.