Advertisement
Advertisement

Breaking News

Gaza

‘জয়ের জন্য প্রস্তুত হও’, গাজা সীমান্ত থেকে সেনাকে নির্দেশ নেতানিয়াহুর

১৩ দিনে পা রেখেছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই।

Netanyahu ordered Israeli troops at Gaza border to be ready for victory। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 20, 2023 3:52 pm
  • Updated:October 20, 2023 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেরো দিনে পা রেখেছে হামাস জঙ্গি গোষ্ঠী বনাম ইজরায়েলের রক্তক্ষয়ী লড়াই। গাজায় ঢুকে একের পর এক হামাসেরর ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলের সেনা। খতম করা হচ্ছে জেহাদিদের। যুদ্ধ ঘোষণার পর প্যালেস্টাইনের এই সন্ত্রাসবাদী দলকে হুঁশিয়ারি দিয়ে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এবার গাজা সীমান্তে দাঁড়িয়ে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিলেন,”জয়ের জন্য প্রস্তুত হও।”  

[আরও পড়ুন: ‘ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ সত্যি’, ট্রুডোর পাশে দাঁড়িয়ে মত অস্ট্রেলিয়ার]

গত সপ্তাহ থেকেই গাজায় (Gaza) অভিযান শুরু করেছে ইজরায়েলি ফৌজ। পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে দক্ষিণ গাজায় বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইহুদি দেশটি। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছেন নেতানিয়াহু। ঘুরে দেখছেন সেনা ঘাঁটি। এই মুহূর্তে গাজা সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনীর সঙ্গে দেখা করেন তিনি। নির্দেশ দেন, “জয়ের প্রস্তুতি শুরু করো। সর্বশক্তি দিয়ে জয়ী হবে ইজরায়েল।” এই মুহূর্তে গাজার গুরুত্বপূর্ণ এলাকা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি (Israel) ফৌজ।

Advertisement

[আরও পড়ুন: চিনের সঙ্গে আরও গভীর বন্ধন চায় তালিবান! উদ্বেগ বাড়ছে ভারতের?]

বলে রাখা ভালো, বুধবার আকাশপথে গাজার হাসপাতালে হামলায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হামলার অভিযোগ তোলা হয়েছে ইজরায়েলের দিকে। কিন্তু প্রমাণ দিয়ে সেই দাবি নস্যাৎ করে দেয় নেতানিয়াহুর প্রশাসন। এই বিষয়ে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা (US)। বুধবারই যুদ্ধ পরিস্থিতি খতিয়ে দেখতে তেল আভিভে পৌঁছেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। গতকাল ইহুদিভূমে পা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement