Advertisement
Advertisement

Breaking News

Israel

যুদ্ধের আগুনেই রাজনৈতিক ঐক্য! ‘শত্রু’র সঙ্গে ‘যুক্তফ্রন্ট’ গঠন নেতানিয়াহুর

হামাসের হামলায় জ্বলছে ইজরায়েল।

Netanyahu, Opposition Leader Form Emergency Government Amid Israel-Hamas War | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:October 11, 2023 8:24 pm
  • Updated:October 11, 2023 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আগুনে রাজনৈতিক ঐক্য ইজরায়েলে! বিরোধী দলের সঙ্গে একত্রে জরুরিকালীন ইউনিটি গভর্নমেন্ট বা যুক্ত সরকার গড়লেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের হামলার মুখে রাজনৈতিক ভাবে বিভক্ত দেশকে একজোট করতে এটা বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার জেহাদি হামলার পঞ্চম দিনে ইউনিটি গভর্নমেন্ট গঠনের কথা ঘোষণা করেছে বেনি গানৎজের দল ন্যাশনাল ইউনিটি পার্টি। তাৎপর্যপূর্ণ ভাবে, রাজনীতির ময়দানে নেতানিয়াহুর শত্রু বলেই পরিচিত গানৎজ। বহুবার প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন তিনি। হামাসের হামলার পর একটি জরুরিকালীল ওয়ার ক্যাবিনেট তৈরির প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে শেষমেষ সমস্ত বিভেদ আপাতত দূরে সরিয়ে ক্ষমতাসীন লিকুদ পার্টির সঙ্গে ইউনিটি সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী গানৎজ বলে রয়টার্স সূত্রে খবর।

Advertisement

[আরও পড়ুন: হামাসকে হটিয়ে ইজরায়েলের দখলে গাজা সীমানা! মৃতের সংখ্যা ৩ হাজার পার]

ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার তেল আভিব শহরের সেনাঘাঁটিতে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় নেতানিয়াহু ও গানৎজের মধ্যে। শুরুর দিকে গানৎজকে নিয়ে আপত্তি জানিয়েছিলেন নেতানিয়াহুর স্ত্রী সারা। যদিও শেষে যুক্তফ্রন্টের প্রস্তাবে রাজি হয়ে যান তিনিও।

উল্লেখ্য, ইজরায়েলের রাজনৈতিক ডামাডোল, একাধিক নির্বাচন, অস্থির সরকার ও বিচার বিভাগের নিরপেক্ষতায় হস্তক্ষেপ করার বেঞ্জামিন নেতানিয়াহুর চেষ্টার ফলে দেশটিতে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছিল। সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেন অনেক ইজরায়েলি। কিছুটা শিথিল হয়ে যায় মোসাদ ও সেনার নজরদারি। এই সুযোগ কাজে লাগিয়েছে হামাস। তবে এবার অন্তর্কলহ দূরে সরিয়ে দেশরক্ষায় একযোগে কাজ করতেই এই ইউনিটি সরকার গঠনের সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

[আরও পড়ুন: কেন ইজরায়েলে হামলা চালাল হামাস? কেনই বা এই আত্মঘাতী অভিযান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement